২০২০ সালে ধর্ষণকাণ্ডে জেল হয়েছিল তার। এবার জামিনে মুক্তি পেয়ে ফের একই তরুণীকে ধর্ষণ করল ওই সাজাপ্রাপ্ত যুবক! শুধু তাই নয়, সেই ধর্ষণের ভিডিও তুলে রাখার অভিযোগও উঠল তার বন্ধুদের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এমন ঘটনা ঘটেছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশের জব্বলপুরে।
১৯ বছরের নির্যাতিতা পুলিশে অভিযোগ দায়ের করে জানিয়েছেন, অভিযুক্ত বিবেক প্যাটেলের বিরুদ্ধে আগেই অভিযোগ ছিল তাঁকে ধর্ষণ করার। জামিনে মুক্তি পেতেই সে একই অপরাধ ফের করেছে বন্ধুদের সঙ্গে মিলে। প্রায় মাসখানেক আগে এই ঘটনা ঘটেছে বলে দাবি ওই তরুণীর। তিনি জানিয়েছেন, অভিযুক্ত বিবেক তাঁকে হুমকি দিয়ে বলেছে, তার বিরুদ্ধে আনা ধর্ষণের অভিযোগ তুলে নিতে হবে নির্যাতিতাকে। সেই সঙ্গে তাঁর বাড়িতে জোর করে ঢুকে তাঁকে ছুরি দেখিয়ে ধর্ষণও করে সে।
তার সঙ্গে ছিল তার বন্ধুরা। তারা ধর্ষণের ভিডিও তুলে রাখে। এরপরই নাকি বিবেক হুমকি দিয়ে বলে, আগের অভিযোগ না তুললে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হবে। ২০২০ সালে যখন বিবেকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়, তখনও নির্যাতিতা প্রাপ্তবয়স্ক হননি। পরের বছর অর্থাৎ ২০২১ সালে জামিনে মুক্তি পায় সে। আর এবার সুযোগ বুঝেই ফের নির্যাতিতার উপরে চড়াও হল সে।