দেশজুড়ে বিরোধীদলের নেতাদের ইডির গ্রেফতারি নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে সোমবার উগড়ে দিয়েছেন ক্ষোভ। ইডিকে পুলিশের চেয়েও বেশি ক্ষমতা দেওয়া হয়েছে বলেই বড় অভিযোগ এনেছেন তিনি।
প্রথমে বাংলার তৃণমূল সরকারের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তার কয়েকদিন পরেই শিবসেনার সাংসদ সঞ্জয় রাউতকে গ্রেফতার করেছে ইডি। দুই জনের বিরুদ্ধেই ভিন্ন হলেও উঠেছে বড় আর্থিক কেলেঙ্কারির অভিযোগ। তবে এই দুজন নয় ইডির নজর রয়েছে আরও অনেক নেতার উপর। ঘটনাক্রমে তাঁরা সকলেই বিরোধী দলের নেতা। বারবার কেন বিরোধীদের নিশানা করা হচ্ছে এই প্রশ্ন তুলেছেন কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী। কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করে গেহলট বলেছেন, ‘সুপ্রিম কোর্ট এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) ক্ষমতার উপর একটি স্ট্যাম্প দিয়েছে। এমনকি এটি এখন তার কর্মের ন্যায্যতা দিতে হবে না এবং যে কাউকে গ্রেপ্তার করতে পারে। পুলিশের চেয়েও বেশি ক্ষমতা দেওয়া হয়েছে’।
রাজস্থানের মুখ্যমন্ত্রী কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে আরও বলেছেন, ‘দেশে এক ধর্মের রাজনীতি চলছে। এমন ঘটনা এ জাতি কখনো দেখেনি। লোকেরা চিন্তিত কিন্তু তারা ভীত এবং ইডির ভয়ে কথা বলতে অক্ষম’। কেবল গেহলট নয় ইডির বিরুদ্ধে মুখ খুলেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। গত আট বছরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ট্র্যাক রেকর্ড দেখার কথা উল্লেখ করেছেন। বলেছিলেন, ‘এটা পরিষ্কার যে যারা কেন্দ্রের বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আপনি এর উদাহরণ অতীতে দেখতে পারেন। আপনি যদি ইডি-এর আট বছরের ট্র্যাক রেকর্ড দেখেন, আপনি দেখতে পাবেন শুধুমাত্র বিরোধী নেতাদের টার্গেট করা হয়েছিল। এর অর্থ ইডি রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে কাজ করছে’।