ঝাড়খন্ডের তিন বিধায়কের কাছ থেকে টাকা উদ্ধারের ঘটনায় সিআইডি তল্লাশি শুরু। হেয়ার স্ট্রিটের একটি ব্যবসায়ী অফিসে চালানো হয়েছে তল্লাশি অভিযান। তালা ভেঙে তল্লাশি চালান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা।
কয়েকদিন আগে ঝাড়খন্ডের কংগ্রেস বিধায়কদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ টাকা। সেই ঘটনার তদন্তভার হাতে নিয়েছে সিআইডি। এরপর মঙ্গলবার হেয়ার স্ট্রিটে অবস্থিত বেকানর ভবনের শেয়ার ট্রেডিংয়ের অফিসে হানা দেন তাঁরা। তবে অফিসের দরজায় তালা থাকার কারণে কেন্দ্রীয় গোয়েন্দার আধিকারিকরা সেই দরজা ভেঙে ভিতরে ঢোকেন। এরপর তল্লাশি চালানো হয়। সম্পূর্ণ প্রক্রিয়াটির ভিডিয়োগ্রাফিও করা হয়েছে।
সিআইডি সূত্রে খবর, ওই তিন কংগ্রেস বিধায়কের কাছে টাকা গিয়েছিল এই অফিস থেকে। একজন বাইক আরোহীর মাধ্যমে টাকা পৌঁছে দেওয়া হয়েছিল। সেই কারণে এই অতর্কিতে সিআইডি হানা। জানা গিয়েছে, আশেপাশের ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলেছেন আধিকারিকরা। জিজ্ঞাসাবাদ করে তাঁরা জানতে চেয়েছেন, এই টাকা কোথা থেকে এসেছে? অন্য কোনও ব্যক্তিরা এই অফিসে আসতেন কি না।
ঝাড়খন্ডের তিন বিধায়কের কাছ থেকে টাকা উদ্ধারের ঘটনায় সিআইডি তল্লাশি। হেয়ার স্ট্রিটের ব্যবসায়ীর অফিসে তল্লাশি চলছে। তালা ভেঙে তল্লাশি চলাচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা।