এসএসসি দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর উত্তাল গোটা রাজ্য-রাজনীতি। বিরোধীরা বলছে ডুবতে বসেছে তৃণমূল। এদিকে তৃণমূল বলছে, ‘ব্যক্তি’ যত বড়ই হোক, যে পদেই থাকুক, ভুল করলে রেয়াত করে না দল। তৃণমূলের এই আদর্শেই কী আকৃষ্ট হয় সাধারণ মানুষ? কারণ, বিরোধীদের হাজার সমালোচনার মধ্যেও জঙ্গলমহলে দেখা গেল এক্কেবারে অন্য ছবি।
বাম ও বিজেপি ভেঙে সবুজ শিবিরে ভিড় করল প্রায় ১৫০ পরিবার। ঝাড়গ্রাম ব্লকের দুধকুন্ডি এলাকার প্রায় ১৫০ পরিবার রবিবার দিন বিজেপি ও সিপিএম ছেড়ে নাম লেখাল তৃণমূলে। আর এদিন ওই ১৫০ পরিবারের সদস্য যার হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নিয়েছেন তিনি গোপীবল্লভপুরের বিধায়ক ডাক্তার খগেন্দ্রনাথ মাহাত। যোগদানকারীদের বক্তব্য, যে দুর্নীতি করেছে দায় তাঁর। রাজ্যে এর প্রভাব পড়বে না। দলের সঙ্গে তাঁর সম্পর্ক নেই। তাঁদের দাবি, মুখ্যমন্ত্রী জঙ্গলমহল তথা রাজ্য জুড়ে যে উন্নয়ন করেছেন তা এর আগে হয়নি।