দুর্নীতি ইস্যুতে শুভেন্দু অধিকারীকে পাল্টা আক্রমণ করল তৃণমূল। দলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বিরোধী দলনেতার গ্রেফতারির দাবিতে সরব হলেন। কুণালের দাবি, ‘শুভেন্দুর বাড়িতে এজেন্সি গেলেও গুপ্তধন মিলবে’।
তৃণমূলের রাজ্য সম্পাদক বলেন, কেন্দ্রীয় এজেন্সি যদি শুভেন্দুর বাড়িতে যেত, তাহলেই তারা গুপ্তধন পেত। শুভেন্দু চোর, তোলাবাজ। তৃণমূলে থাকাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর দুর্নীতির রাস্তা বন্ধ করে দিয়েছিলেন বলেই অভিষেককে আজ আক্রমণ করেন বিজেপি নেতা। এরপরই সোজা বিরোধী দলনেতার গ্রেফতারির দাবিতে সরব হন কুণাল। তাঁর বক্তব্য, ‘বিজেপি চোরকে বাঁচাচ্ছে, নারদা, সারদাতে ওর গ্রেফতারি চাই’।
টুইট করে কুণাল দাবি করেছেন, তৃণমূলে থাকাকালীনই শুভেন্দুর বিরুদ্ধে বেশ কিছু দুর্নীতির অভিযোগ উঠছিল। সেকারণেই তাঁকে একাধিক জেলা পর্যবেক্ষকের পদ থেকে সরিয়ে দেন দলের বর্তমান সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কুণালের দাবি, তখন থেকেই অভিষেকের কাছে শুভেন্দুর নামে নানা তথ্য আসা শুরু হয়ে গিয়েছিল। নিজেকে বাঁচাতে দলবদল করেন রাজ্য বিধানসভার বর্তমান বিরোধী দলনেতা।