ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের শিল্প দফতরের দায়িত্ব কি এ বার নিজের হাতে নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? আর্থিক মামলায় গ্রেফতার-হওয়া পার্থের অনুপস্থিতিতেই বৃহস্পতিবার রাজ্যের শিল্প প্রোমোশন বোর্ডের সভা বসছে। যদিও ওই সভা আগেই আহূত ছিল। কিন্তু ‘পরিবর্তিত পরিস্থিতি’-তে সেটি আরও ‘তাৎপর্যপূর্ণ’ হয়ে উঠেছে বলে প্রশাসনিক মহল মনে করছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টের সময় বোর্ডের বৈঠকে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে রাজ্যের শিল্প ও বিনিয়োগ পরিস্থিতি পর্যালোচনা করা হবে। ঘটনাচক্রে, তার আগেই রাজ্য মন্তিরসভার বৈঠক হওয়ার কথা। সেই বৈঠকে মুখ্যমন্ত্রী পার্থ সম্পর্কে কোনও আলোচনা করেন কি না, তা নিয়েও কৌতূহল রয়েছে।
মমতা তৃতীয় বার মুখ্যমন্ত্রী হওয়ার পর ২০২১ সালের অগস্টে রাজ্যের শিল্প প্রোমোশন বোর্ড পুনর্গঠন করা হয়েছিল। শিল্প নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগ্রহণের অধিকারী এই বোর্ডের সভায় সভাপতিত্ব করে থাকেন মুখ্যমন্ত্রী স্বয়ং। শিল্পমন্ত্রী ওই বোর্ডের এক জন সদস্য। সেই অধিকার বলেই তিনি ওই সভায় উপস্থিত থাকেন।