ফের প্রকাশ্যে রাম-বামের বোঝাপড়া! অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে ইডি বিপুল পরিমাণে নোটের বান্ডিল ও সোনা উদ্ধারের পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় একটি টিভি চ্যানেলের গ্রাফিক্স ব্যবহার করে যে পোস্টটি করেন, তার কিছুক্ষণ বাদে সিপিএম নেতা শতরূপ ঘোষের পোস্টে ঠিক একই গ্রাফিক্স ব্যবহার করা হয়।
বিজেপি ও সিপিএম নেতার পোস্টে হুবহু একই গ্রাফিক্স ব্যবহার হওয়ায় কটাক্ষ শুরু করে তৃণমূল। বিজেপি ও সিপিএম যে বোঝাপড়া করে চলে তা এই ঘটনায় ফের প্রমাণিত বলে কটাক্ষ তৃণমূলের।
শুভেন্দু তাঁর পোস্ট লেখেন, ‘টান টান উত্তেজনা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর কে জিতবে, বেলঘরিয়া না টালিগঞ্জ?’ শতরূপের পোস্টেও একই কথাই লেখা হয়। শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে পালটা তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘তাঁর সঙ্গে তো পার্থদার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ওঁর সঙ্গে ঘোরাঘুরি করতেন উনি। নারদা, সারদায় অভিযোগ রয়েছে ওঁর বিরুদ্ধে। ওঁকে কেন গ্রেফতার করে জেরা করছে না ইডি?’