রাজ্যের তিন দফতরের মন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করেছে ইডি। এরপরই এই কড়া পদক্ষেপ রাজ্যের। অবশেষে জল্পনাই সত্যি হল। শাস্তির খাঁড়া নামল পার্থ চট্টোপাধ্যায়ের উপরে। তিন দফতর থেকে সরানো হল পার্থ চট্টোপাধ্যায়কে। রাজ্যের তিন দফতরের মন্ত্রী পদে ছিলেন তিনি। শিল্প মন্ত্রী, তথ্য ও প্রযুক্তি মন্ত্রী ও পরিষদীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব সামলাতেন তিনি। বৃহস্পতিবার নবান্নের তরফ থেকে জানানো হল, মন্ত্রিত্ব থেকেই অপসারিত করা হল পার্থকে। তিন দফতরেরই দায়িত্ব সামলাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন নবান্নে ছিল রাজ্য মন্ত্রিসভার বৈঠক। সেই বৈঠকের পর এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানানো হল নবান্নের তরফে। কোনও দফতর বিহীন মন্ত্রী করেও রাখা হয়নি তাঁকে। এই সিদ্ধান্তের পর দল থেকে তাঁর বহিষ্কার সময়ের অপেক্ষা বলেই মনে করছে রাজনৈতিক মহল।
গত শনিবার পার্থ চট্টোপাধ্যায়কে তাঁর নাকতলার বাড়ি থেকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পরে তাঁকে ইডি হেফাজতে নেওয়া হয়েছে। এরপর থেকেই শাসক শিবিরের অস্বস্তির কারণ হয়ে উঠেছেন পার্থ। বৃহস্পতিবার সকালেই পার্থ-কে অপসারণের দাবি জানিয়ে একটি টুইট করেছিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। এ দিন মন্ত্রিসভার বৈঠকে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে কোনও আলোচনা হয়নি বলেই সূত্রের খবর। আগামী ১ অগস্ট ফের মন্ত্রিসভার বৈঠক রয়েছে। তার আগেই পার্থকে তিন দফতর থেকে অব্যাহতি দেওয়া হল। নবান্নে যে ঘরে পার্থ চট্টোপাধ্যায় বসতেন, তাঁর দরজা থেকে নেমপ্লেট সরানোর কাজও শুরু হয়ে গিয়েছে। আপাতত ওই তিন দফতর মুখ্যমন্ত্রী দেখবেন, তবে ভবিষ্যতে সেই দফতরের দায়িত্বে অন্য কাউকে আনা হবে কি না, সে বিষয়টা এখনও স্পষ্ট নয়।