কিছুতেই স্বস্তি পাচ্ছে না ঠাকরে ও শিন্ডে শিবির। নিত্যদিন তাদের মধ্যে ক্ষমতার লড়াই বেড়েই চলেছে। ফের একবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন ঠাকরে শিবির। এবার তাদের চ্যালেঞ্জ লোকসভার স্পিকার ওম বিড়লাকে। কারণ তিনিও মহারাষ্ট্রের বিধানসভার স্পিকারের মতোই শিন্ডে শিবিরের বিধায়কদের শিবসেনার সদস্য হিসাবে স্বীকৃতি দিয়েছেন।
এদিকে উদ্ধব ঠাকরে ও তাঁর সমর্থকরা এই দলবদলু বিধায়কদের শিবসেনার অংশ হিসাবে মানতে নারাজ। সেই কারণেই এবার ওম বিড়লার বক্তব্যকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তাঁরা। শীর্ষ আদালতে দাখিল ওই আর্জিতে আবেদন করা হয়েছে, একনাথ শিন্ডে শিবিরের বিধায়কদের সদস্যপদ যেন খারিজ করা হয়। লোকসভায় রাহুল সেলওয়ালকে শিবসেনার নেতা হিসাবে নিয়োগ করার সিদ্ধান্তও যেন বাতিল করা হয়। শিন্ডে শিবিরের সকল বিধায়কদের বিরুদ্ধেই দল-বিরোধী কার্যকলাপের অভিযোগ আনা হয়েছে।
ঠাকরে শিবিরের অভিযোগ, লোকসভার স্পিকার ওম বিড়লা সংসদের সাধারণ নিয়ম অনুসরণ করেননি। তাঁর কাছে একাধিকবার আর্জি জানানোর পরও তিনি শিবসেনার সংসদের সদস্যদের কাছ থেকে কোনও জবাব জানতে চাননি। এই কাজ করে তিনি দলবিরোধী কার্যকলাপকেই স্বীকৃতি দিয়েছেন বলে দাবি সাংসদ বিনায়ক রাউত ও রজন বিচারে। তাঁদের অভিযোগ, বেআইনিভাবে তাদের সংসদে বাদল অধিবেশন শুরু হতেই দলনেতা ও হুইপ পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।