শিক্ষক নিয়োগ মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে ইডির গ্রেফতারির পর থেকেই রাজ্য সরকারের উপর চাপ বৃদ্ধির চেষ্টা চালিয়ে যাচ্ছে গেরুয়া শিবির। এতে দমে না গিয়ে এবার নাম না করে বিজেপির উদ্দেশে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷। এদিন উত্তরপাড়ায় মেট্রোর কোচ কারখানার অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘বাংলাকে ভাঙতে গেলে আগে আসল সিংহের সঙ্গে লড়ো৷’ এদিন ইডির নাম না করে ইঙ্গিতপূর্ণ ভাবে তৃণমূল নেত্রী এ-ও বলেন যে, ‘ববি বলছিল, রোজ নাকি আমার পাড়ায় ঘুরে বেড়াচ্ছে আর সবাইকে জিজ্ঞেস করছে আমার বাড়ি কোনটা? আরে আমার বাড়ি তো সবাই চেনে, আয় না!’
এদিনও মমতা বারবার বলেছেন, দোষ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে৷ কিন্তু একই সঙ্গে ষড়য়ন্ত্রের তত্ত্বও এ দিন ফের একবার উস্কে দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ বাংলার বদনাম করা এবং রাজ্যের অগ্রগতি আটকে দিয়ে রাজ্য সরকারকে উত্যক্ত করতেই কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন মমতা৷ তিনি বলেন, ‘ওরা চায় বাংলায় কিছু হবে না, বাংলার বদনাম করো৷ আমি সব প্ল্যানিং জানি৷ নিশ্চয়ই কিছু হলে অ্যাকশন হবে৷ কিন্তু মধ্য রাতে কেন, ভোর পাঁচটায় কেন? ববি বলছে ভোর পাঁচটায় আমার পাড়ায় ঘুরে বেড়াচ্ছে আর জিজ্ঞেস করছে আমার বাড়ি কোনটা?’
এরপরই পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মমতা বলেন, ‘যেখানে প্রয়োজন আছে, সেখানে নিশ্চয়ই তদন্ত করুক৷ অন্য দলের ভাবমূর্তি খারাপ করে নিজেরা দেশকে লুঠছে৷ আর কথা বলতে গেলে সব সাসপেন্ড৷ ভাবছে মহারাষ্ট্র ভেঙেছি, এর পর ঝাড়খণ্ডকে ভাঙবো, তার পর ছত্তীসগড়কে ভাঙবো আর বাংলা তো আমাদের হারিয়ে দিয়েছে! বাংলাকে ভাঙতে গেলে আগে সত্যিকােরর সিংহের সঙ্গে লড়ো, এমন কি পারলে নেংটি ইঁদুরের সঙ্গে লড়ো৷ বাংলা ভয় পেলে রবীন্দ্রনাথ অত সাহসিকতার সঙ্গে লিখতে পারতেন না৷’ ব্রিটিশরাও এ দেশে এরকম অত্যাচার চালায়নি বলেই মত মুখ্যমন্ত্রীর।