শিক্ষক নিয়োগ মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে ইডির গ্রেফতারির পর থেকেই রাজ্য সরকারের উপর চাপ বৃদ্ধির চেষ্টা চালিয়ে যাচ্ছে গেরুয়া শিবির। এতে দমে না গিয়ে বিজেপিকে পাল্টা আক্রমণের পথে হাঁটলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷। বুধবার একগুচ্ছ শিল্প প্রকল্পের উদ্বোধন করতে উত্তরপাড়ার হিন্দমোটরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই তাঁর ভাষণে একাধারে তিনি যেমন বলেছেন, আইনে কেউ দোষী প্রমাণিত হলে শাস্তি পাবেই। তেমনই সুর চড়িয়েছেন মোদী সরকারের বিরুদ্ধে।
পাশাপাশি ফের একবার কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের বিরুদ্ধেও সরব হয়েছেন মমতা৷ প্রকৃত দোষীদের শাস্তির পক্ষে বলে জানিয়েও গোটা ঘটনায় ষড়যন্ত্রের তত্ত্ব উড়িয়ে দিচ্ছেন না তিনি৷ এবং কেউ বা কারা ভোরবেলায় তাঁর পাড়ায় গিয়ে তাঁর বাড়ির খোঁজ করছে বলেও চাঞ্চল্যকর দাবি করেছেন মুখ্যমন্ত্রী৷ ইঙ্গিতপূর্ণ ভাবে মমতা এদিন বলেন, ‘আমি সব প্ল্যানিং জানি৷ কিছু হলে নিশ্চয়ই অ্যাকশন হবে৷ কিন্তু মধ্য রাতে কেন, ভোর পাঁচটায় কেন? ববি বলছে ভোর পাঁচটায় আমার পাড়ায় ঘুরে বেড়াচ্ছে আর জিজ্ঞেস করছে আমার বাড়ি কোনটা? আমার বাড়ি তো সবাই চেনে, আয় না!’
