রাজ্য ফের হতে চলেছে বড়সড় নিয়োগ। এবার পাবলিক সার্ভিস কমিশনের তরফে প্রকাশ করা হল নিয়োগের তালিকা। রাজ্য সরকারের বিভিন্ন অফিসে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের জন্য তৃতীয় দফার চূড়ান্ত তালিকা প্রকাশ করল পিএসসি। তৃতীয় দফায় সংরক্ষণসহ মোট ২৫৬ জনের নাম রয়েছে তালিকায়। কোন কোন সরকারি দপ্তরে কোন কোন পর্যায়ে এরা নিযুক্ত হবেন, তাও তালিকায় জানিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে পিএসসি দুই দফায় যথাক্রমে ২৩০৮ এবং ৩৭৮৫ জনের তালিকা প্রকাশ করেছিল। পিএসসি সব মিলিয়ে তিন দফায় মোট ৬৩৪৯ জনকে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের জন্য তালিকা প্রকাশ করল।
উল্লেখ্য, রাজ্য সরকারের বিভিন্ন সরকারি দফতরে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের জন্য পিএসসি ২০১৯ সালে প্রতিযোগিতামূলক পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করেছিল। তদানিন্তন সময়ে জানানো হয়েছিল, ওই পদগুলির ক্ষেত্রে মোট শূন্যপদের সংখ্যা ছিল ৭২২৭। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের তালিকা প্রকাশ করেছিল পিএসসি। ৯ হাজারেরও অধিক সংখ্যক সফল চাকরিপ্রার্থীদের কম্পিউটার টাইপ পরীক্ষার জন্য ডাকা হয়েছিল। টাইপ পরীক্ষায় ৩০৪ জন পরীক্ষার্থী ব্যর্থ হয়েছিলেন। বাংলা না জানার কারণে ৮ জন বাদ যান। তারপর চলতি বছরের ১৫ জুন থেকে তিন দফায় চাকরি প্রাপকদের নামের তালিকা প্রকাশ্যে আনল পাবলিক সার্ভিস কমিশন।