শিক্ষক নিয়োগ মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে ইডির গ্রেফতারির পর থেকেই রাজ্য সরকারের উপর চাপ বৃদ্ধির চেষ্টা চালিয়ে যাচ্ছে গেরুয়া শিবির। এতে দমে না গিয়ে বিজেপিকে পাল্টা আক্রমণের পথে হাঁটলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷। বুধবার একগুচ্ছ শিল্প প্রকল্পের উদ্বোধন করতে উত্তরপাড়ার হিন্দমোটরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই তাঁর ভাষণে একাধারে তিনি যেমন বলেছেন, আইনে কেউ দোষী প্রমাণিত হলে শাস্তি পাবেই। তেমনই সুর চড়িয়েছেন মোদী সরকারের বিরুদ্ধে।
এদিন উদ্ধার হওয়া ২১ কোটি টাকা নিয়ে বলতে গিয়ে মমতা বলেন, ‘আজ এইভাবে এজেন্সির নাম করে অন্য দলের নাম খারাপ করে নিজেরা টাকা লুঠ করে যাচ্ছেন। কত কেস পড়ে আছে, সেইগুলো আগে দেখো। বাংলাকে ভাঙতে গেলে সত্যিকারের সিংহকে মারো। বাংলা তাতেও ভয় পাবে না। ব্রিটিশদের কত অত্যাচার ছিল আমি শুনেছি। কিন্তু এই রকম ছিল না।’ তাঁর দাফ কথা, ‘আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি ২০২৪-এ বিজেপি আসবে না। কী অংক, কী ভাবে এল? বলতে পারবো না। অ্যাস্ট্রোলজিস্টরাও বলতে শুরু করছে।’
এদিন ইডির নাম না করে ইঙ্গিতপূর্ণ ভাবে তৃণমূল নেত্রী এ-ও বলেন যে, ‘ববি বলছিল, রোজ নাকি আমার পাড়ায় ঘুরে বেড়াচ্ছে আর সবাইকে জিজ্ঞেস করছে আমার বাড়ি কোনটা? আরে আমার বাড়ি তো সবাই চেনে, আয় না!’ বাংলার বদনাম করা এবং রাজ্যের অগ্রগতি আটকে দিয়ে রাজ্য সরকারকে উত্যক্ত করতেই কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তাঁর৷ তিনি বলেন, ‘ওরা চায় বাংলায় কিছু হবে না, বাংলার বদনাম করো৷ আমি সব প্ল্যানিং জানি৷’