ফের বিতর্কে যোগীরাজ্য। প্রকাশ্যে এল করাল ধর্মান্ধতার চিত্র। উত্তরপ্রদেশের একটি মন্দিরে ঢুকে কানোয়ার যাত্রীদের ফল ও জল বিতরণ করছিলেন মুসলিম ধর্মালম্বী এক ব্যক্তি। সেই অপরাধে তাঁকে বেধড়ক মারধর করা হয়। ঘটনাটি ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে তোলপাড়। বইছে নিন্দার ঝড়। মঙ্গলবার রাতে উত্তরপ্রদেশের সাহারানপুরের একটি মন্দিরের ভেতরে প্রবেশ করে অভুক্ত, ক্লান্ত কানোয়ার যাত্রীদের ফল ও জল বিতরণ করছিলেন কাজি ফারহান। তাঁকে মন্দির থেকে টেনে বের করে চেন দিয়ে বেঁধে মারধর করে বেশ কয়েকজন দুষ্কৃতী।
প্রসঙ্গত, ফারহানের অভিযোগ, যারা মারধর করে তাদের হাতে ধারাল অস্ত্র ছিল। গুরুতর আহত হন তিনি। তাঁর মুখে গভীর ক্ষত তৈরি হয়, রক্তাক্ত হন তিনি। তিনি আরও জানিয়েছেন, শুধু মারধর করেই তাঁকে ছেড়ে দেওয়া হয়নি। সোশ্যাল মিডিয়ায় প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছে। পুলিশ অভিযোগ দায়ের করেছেন তিনি।