শিক্ষক নিয়োগ মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে ইডি গ্রেফতার করার পর থেকেই রাজ্য সরকারের উপর চাপ বৃদ্ধির চেষ্টা চালিয়ে যাচ্ছে বিজেপি থেকে সিপিএম। তবে এতে দমে না গিয়ে বিরোধীদের পাল্টা আক্রমণের পথেই হাঁটলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷।
বুধবার একগুচ্ছ শিল্প প্রকল্পের উদ্বোধন করতে উত্তরপাড়ার হিন্দমোটরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই তাঁর ভাষণে একাধারে তিনি যেমন বলেছেন, আইনে কেউ দোষী প্রমাণিত হলে শাস্তি পাবেই। তেমনই সুর চড়িয়েছেন মোদী সরকারের বিরুদ্ধে। পাশাপাশি রাজ্যের শিল্পপতিদের পাশে দাঁড়িয়ে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। ইডি-সিবিআইয়ের কার্যকলাপের মধ্যে শিল্পপতিদের অভয় দিয়ে মমতা বলেন, ‘যাঁরা শিল্পপতি আছেন, তাঁরা ভয় পাবেন না। আপনাদের অনেকের বাড়িতেই রেইড হয়েছে, আমি জানি।’
