শিক্ষক নিয়োগ মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে ইডি গ্রেফতার করার পর থেকেই রাজ্য সরকারের উপর চাপ বৃদ্ধির চেষ্টা চালিয়ে যাচ্ছে বিজেপি থেকে সিপিএম। তবে এতে দমে না গিয়ে বিরোধীদের পাল্টা আক্রমণের পথেই হাঁটলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷। বুধবার একগুচ্ছ শিল্প প্রকল্পের উদ্বোধন করতে উত্তরপাড়ার হিন্দমোটরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই তাঁর ভাষণে একাধারে তিনি যেমন বলেছেন, আইনে কেউ দোষী প্রমাণিত হলে শাস্তি পাবেই। তেমনই সুর চড়িয়েছেন মোদী সরকারের বিরুদ্ধে। পাশাপাশি শিল্প নিয়ে আক্রমণ শানালেন পূর্বতন বাম সরকারের বিরুদ্ধেও।
এদিন হিন্দমোটর প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, ‘হিন্দুস্থান মোটরকে বামফ্রন্ট সরকার অনেকটা জমি দিয়েছিল। কিন্তু কাজ হয়নি। পশ্চিমবঙ্গ সরকারের থেকে জমি নিয়ে চেন্নাইতে ইনভেস্ট করেছে। জমি বিভাগ এর সঙ্গে কথা হলে এই জমিটা প্রয়োজনে আমরা আইনত ভাবে নেব।’ এখানেই শেষ নয়। মুখ্যমন্ত্রীর সংযোজন, ‘এখানে আমি একটা ইন্ডাস্ট্রি হাব করতে চাই। আপনি জমি নিয়ে ফেলে রাখবেন সেটা কী করে হবে? আমি বলবো এখানেই একটা আইটিআই তৈরি করো। সবাইকে যে পিএইচডি হতে হবে, তার তো কোনও মানে নেই। অষ্টম শ্রেণি পাশও কাজে লাগে।’ মমতা এ-ও বলেন, সারা দেশে যখন বেকার বাড়ছে, আমি গর্বের সঙ্গে বলতে পারি বাংলায় কর্মসংস্থান বেড়েছে ৪৫ শতাংশ। ১ বছরেই ১ লক্ষ কোটি টাকার বিনিয়োগ হয়েছে। বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনকে কেন্দ্র করে ১৫ লক্ষ কোটি টাকার বিনিয়োগ হবে।
