শিক্ষক নিয়োগ মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে ইডির গ্রেফতারির পর থেকেই রাজ্য সরকারের উপর চাপ বৃদ্ধির চেষ্টা চালিয়ে যাচ্ছে গেরুয়া শিবির। এতে দমে না গিয়ে বিজেপিকে পাল্টা আক্রমণের পথে হাঁটলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷। বুধবার একগুচ্ছ শিল্প প্রকল্পের উদ্বোধন করতে উত্তরপাড়ার হিন্দমোটরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই তাঁর ভাষণে একাধারে তিনি যেমন বলেছেন, আইনে কেউ দোষী প্রমাণিত হলে শাস্তি পাবেই। তেমনই সুর চড়িয়েছেন মোদী সরকারের বিরুদ্ধে। পাশাপাশি আরও একবার আগ্রাসী ভঙ্গিতে মমতা জানিয়ে দিয়েছেন, ‘চব্বিশে বিজেপি আসবে না, আসবে না, আসবে না।’
এদিন উদ্ধার হওয়া ২১ কোটি টাকা নিয়ে বলতে গিয়ে মমতা বলেন, ‘আজ এইভাবে এজেন্সির নাম করে অন্য দলের নাম খারাপ করে নিজেরা টাকা লুঠ করে যাচ্ছেন। কত কেস পড়ে আছে, সেইগুলো আগে দেখো। বাংলাকে ভাঙতে গেলে সত্যিকারের সিংহকে মারো। বাংলা তাতেও ভয় পাবে না। ব্রিটিশদের কত অত্যাচার ছিল আমি শুনেছি। কিন্তু এই রকম ছিল না।’ তাঁর সাফ কথা, ‘আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি ২০২৪-এ বিজেপি আসবে না। কী অঙ্ক না অঙ্ক, এত সিট কোথায় যাবে বলতে পারব না। তবে কোনও ভাবেই বিজেপি সরকারে আসবে না।’ শুধু তাই নয়। মমতার দাবি, ‘জ্যোতিষীরাও তাই বলছেন। তাই বাড়ি পাল্টাচ্ছে। কিন্তু ভাগ্য খারাপ থাকলে বাড়ি পাল্টে কি আর কিছু হয়?’
