সামনেই কমনওয়েলথ গেমসের আসর বলতে চলেছে বার্মিংহ্যামে। তার আগেই জড়াল আগুন আতঙ্ক। তার জেরে খালি করে দেওয়া হয় গোটা স্টেশন। কোথাও আগুন লেগেছে কিনা তা খতিয়ে দেখেন পুলিশকর্মীরা। পরে জানা যায়, ভুয়ো বিপদসঙ্কেত বেজে উঠেছিল স্টেশনে। তার থেকেই আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। মঙ্গলবার সন্ধ্যায় আগুন লাগার আকস্মিক বিপদসংকেত বেজে ওঠে বার্মিংহ্যামের নিউ স্ট্রিট স্টেশনে। হইচই পড়ে যায় যাত্রীদের মধ্যে। শুক্রবার থেকে বার্মিংহ্যামে শুরু হতে চলেছে কমনওয়েলথ গেমস। প্রতিযোগিতা দেখতে আগে থেকেই অনেক দর্শক সেখানে চলে গিয়েছেন। তার ফলে অন্য সময়ের থেকে স্টেশনে বেশি ছিল ভিড়।
প্রসঙ্গত, বিপদসংকেত বেজে ওঠার পরেই পুরো স্টেশন খালি করে দেয় পুলিশ। একটি ট্রেন স্টেশনে ঢোকার আগেই থামিয়ে দেওয়া হয়। ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ কুকুর দিয়ে খতিয়ে দেখা হয় কোথাও আগুন লেগেছে কি না। প্রায় ৪৫ মিনিট ধরে তল্লাশির পরেও আগুনের চিহ্ন পাওয়া যায়নি। তার পরে আধিকারিকরা নিশ্চিত হন যে ভুয়ো বিপদসঙ্কেত বেজেছে। ৪৫ মিনিট পরে পরিষেবা ফের নিয়ন্ত্রণে আসে।
