দু’বছরে দেশে ৪,৪৮৬ জন জেলবন্দির মৃত্যু। তালিকার শীর্ষে রয়েছে যোগী রাজ্য উত্তরপ্রদেশ। মঙ্গলবার লোকসভায় দেশে জেলবন্দিদের মৃত্যু নিয়ে এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র। জানানো হয়েছে, গত দু’ বছরে ভারতে ৪, ৪৮৬ জন জেলবন্দির মৃত্যু হয়েছে এবং রাজ্য ভিত্তিক পরিসংখ্যানে দেখা গিয়েছে সবচেয়ে বেশি সেই যোগীরাজ্য উত্তরপ্রদেশে। মঙ্গলবার জেলবন্দিদের মৃত্যু নিয়ে প্রশ্ন তোলেন ভারতীয় মুসলিম লিগের সাংসদ আবদুসসামাদ সামাদানি। উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই জেলবন্দিদের মৃত্যু নিয়ে লিখিত প্রতিক্রিয়া দেন।
কেন্দ্রীয় মন্ত্রী জানান, গত দু’ বছরে গোটা দেশে ৪, ৪৮৬ জন জেলবন্দির মৃত্যু হয়েছে। এর মধ্যে উত্তরপ্রদেশে ২০২০ সালে ৪৫১ জন এবং ২০২১ সালে ৫০১ জন বন্দি মারা গিয়েছেন। তাছাড়াও রয়েছে বিহার। নীতীশ কুমারের রাজ্যে ২০২০ সালে ১৫৯ জন এবং ২০২১ সালে ২৩৭ জন জেলবন্দির মৃত্যু হয়েছে। অন্যদিকে, লাক্ষাদ্বীপ, লাদাখ, দমন ও দিউর মতো কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে বন্দিমৃত্যুর সংখ্যা শূন্য বলে জানিয়েছেন নিত্যানন্দ রাই। এছাড়াও গত দুই বছরে পুলিশি এনকাউন্টারে মৃতের সংখ্যাও জানান মন্ত্রী। কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, ২০২০ থেকে ২০২১ সালের মধ্যে দেশে পুলিশি এনকাউন্টারে মত্যু হয়েছে ২৩৩ জনের। এনকাউন্টারে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি ছত্তিশগড়ে। এরপর রয়েছে জম্মু-কাশ্মীর ও উত্তরপ্রদেশ।
