দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে বর্ষা। সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। গোটা দিন ধরেই দফায় দফায় বৃষ্টি হবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতাতে দিনভর দফায় দফায় বৃষ্টিপাত চলবে মঙ্গলবার। সঙ্গে চলবে বজ্রপাতও। গোটা দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বাংলার পাশাপাশি আরও বেশ কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে মৌসম ভবন। ফের শহরে ভারী বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, মঙ্গলবারও দিনভর বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা। ইতিমধ্যেই জারি করা হয়েছে ওয়েদার অ্যালার্ট। কেবল কলকাতাই নয়, পশ্চিমবঙ্গ সহ মোট ৬টি রাজ্যে ভারী থেকে অতিভারীর সতর্কতা জারি করেছে মৌসম ভবন। সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। গোটা দিন ধরেই দফায় দফায় বৃষ্টি হবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
প্রসঙ্গত, বৃষ্টির জেরে তাপমাত্রাও খানিকটা হ্রাস পেয়েছে শহরে। এদিন কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। যদিও বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ৪০ ডিগ্রির মতো তাপমাত্রা অনুভূত হবে শহরে। অন্যদিকে, আগামী চারদিন ভারী বৃষ্টিপাত হবে রাজস্থানে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, এই মুহূর্তে মনসুন ট্রফ লাইন উত্তর দিকে অগ্রসর হচ্ছে। আর এর জেরেই উত্তর ভারতে ক্রমশ বাড়ছে বৃষ্টিপাতের পরিমাণ। ২৬ জুলাই পর্যন্ত গুজরাট। রাজস্থান, মধ্যপ্রদেশে বৃষ্টি চলবে। পঞ্জাব এবং হরিয়ানাতেও বৃষ্টি হবে। দিল্লীতেও বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। এছাড়াও মহারাষ্ট্রের কঙ্কন উপকূলের আশপাশে ২৭ ও ২৮ জুলাই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি তেলঙ্গানাতেও ভারী বৃষ্টি হবে, হাওয়া অফিস সূত্রে খবর এমনটাই। হায়দরাবাদ সহ একাধিক এলাকার জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা।
Read: দোষ প্রমাণিত হলে ব্যবস্থা – কলকাতায় নেমে পার্থ বললেন, মমতা ‘ঠিক বলেছেন’
Tweet: দোষ প্রমাণিত হলে ব্যবস্থা – কলকাতায় নেমে পার্থ বললেন, মমতা ‘ঠিক বলেছেন’
Weather Forecast