কোচবিহার জেলার দিনহাটায় ছড়াল প্রবল চাঞ্চল্য। একটি চাষের জমি থেকে উদ্ধার হল তৃণমূল নেতার নেতার দেহ। ঘটনাটি দিনহাটা ১ ব্লকের দিনহাটা ভিলেজ ২ গ্রাম পঞ্চায়েতের দ্বিতীয়খণ্ড ভাংনী গ্রামে। সোমবার রাতে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতির দেহ উদ্ধারের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শুরু হয়েছে শোরগোল। ইতিমধ্যে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ওই তৃণমূল নেতার নাম ফটিক মণ্ডল। তিনি দিনহাটা ভিলেজ ২ গ্রাম পঞ্চায়েত স্তরে এক বুথে তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন। সোমবার রাতে চাষের জমি থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়।
এপ্রসঙ্গে স্থানীয়রা জানান, সোমবার রাতে শনের আখড়া বিদ্যালয় সংলগ্ন এলাকায় একটি কৃষি জমিতে পড়েছিলেন ফটিক মণ্ডল। জমিতে তাঁকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে স্থানীয়রা ভিড় করেন ঘটনাস্থলে। তাঁরা ওই ব্যক্তিকে উদ্ধার করে শেষ চেষ্টা হিসেবে নিয়ে যান হাসপাতালে। সেখানে ফটিক মণ্ডলকে দেখে চিকিৎসকরা মৃত বলে জানিয়ে দেন। অন্যদিকে তৃণমূল নেতার এমন রহস্যমৃত্যুর কথা জানিয়ে খবর দেওয়া হয় দিনহাটা থানায়। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠায়। বুথ সভাপতি ফটিক মণ্ডলের এমন রহস্যমৃত্যুতে শোকের ছায়া স্থানীয় তৃণমূল শিবিরে। স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা সন্তোষ বর্মন জানান, “ফটিকবাবু দীর্ঘদিন বুথ সভাপতির দায়িত্ব সামলেছেন। তাঁর মৃত্যুতে সংগঠনের বিশাল ক্ষতি হল।” কীভাবে ওই তৃণমূল নেতার মৃত্যু হল তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই দিনহাটা থানার পুলিশ তদন্ত শুরু করেছে।