এবার পার্থ-কাণ্ডে নিজের সুস্পষ্ট মতামত রাখলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। পরিষ্কার জানালেন, পার্থ চটোপাধ্যায়ের গ্রেফতারির সঙ্গে বিধানসভার মর্যাদার সঙ্গে কোনও সম্পর্ক নেই। এদিন স্পিকারকে সাংবাদিকরা প্রশ্ন করেন, সামগ্রিক ঘটনায় কি বিধানসভার মর্যাদা হানি হয়েছে? জবাবে বিমানবাবু সাফ বলেন, “বিধানসভার মর্যাদার সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। কারও ব্যক্তিগত জীবনে কী আচরণ করছে তার সঙ্গে বিধানসভার সম্পর্ক নেই।”
প্রসঙ্গত, সোমবার নজরুল মঞ্চে সম্মাননা প্রদানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সময় বেঁধে তদন্ত শেষ করার দাবি তুলেছিলেন। এদিন স্পিকারও বলেন, “টাইম বাউন্ড তদন্ত হোক। তদন্তের নামে বছরের পর বছর চলে যাবে এটা মানা যায় না।” পার্থ চট্টোপাধ্যায় পরিষদীয় মন্ত্রী। এদিন স্পিকারকে জিজ্ঞেস করা হয়, তাঁকে বাদ দিয়ে কি বিধানসভা চালাতে অসুবিধা হবে? এ প্রশ্নেরও স্পষ্ট জবাব দেন তিনি। “আমি মনে করি না তা হবে। কারণ প্রতিমন্ত্রী আছেন, সর্বোপরি সরকার রয়েছে। কেউ অসুস্থ হলে বা অনুপস্থিত থাকলে বিধানসভা চালানোর ক্ষেত্রে তা কোনও প্রভাব ফেলে না”, জানান বিমানবাবু।