দেশের সবচেয়ে আধুনিক মেট্রো কোচ তৈরি হতে চলেছে এই রাজ্যে। পুণে ও বেঙ্গালুরুর মেট্রো হতে চলেছে আগামী দিনে দেশের সবচেয়ে আধুনিক মেট্রো। আর সেই মেট্রোর কোচই এবার বানানো হবে এই রাজ্যে।
চলতি বছর থেকেই শুরু হতে চলেছে সেই কাজ৷ বাংলার শিল্প সংস্থা টিটাগড় ওয়াগন বানাবে আধুনিক মানের মেট্রোর কোচ। আর তা বানানো হবে উত্তরপাড়ায়। ইতালীয় প্রযুক্তির সঙ্গে ভারতের মেলবন্ধনে প্রথম রেল বানানো শুরু হতে চলেছে এখানেই। যার জেরে উৎসাহিত শিল্পমহল।এই কোচ ফ্যাক্টরি ঘিরে খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি নিজেই জানিয়েছেন উত্তরপাড়ার কাছে তৈরি হচ্ছে কোচ। এই সব শিল্প ঘিরে চাকরি হবে এলাকার ও এই রাজ্যের ছেলে-মেয়েদের।
অনেকেই আবার বলেছেন পরিবহণ ইঞ্জিনিয়ারিং সেক্টরে মেট্রোর মাধ্যমে সূচিত হতে চলেছে আত্মনির্ভর ভারত। ইতিমধ্যেই পুণে মেট্রো নিয়ে কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রক ঘোষণা করে দিয়েছে। ২০২১ সালের জুন মাসে তাই পুণে মেট্রোর জন্যে প্রথম ৩টি ট্রেন সেট এসে পৌছে গিয়েছে ভারতে। টিটাগড় ওয়াগনের ইতালির কারখানায় বানানো হচ্ছে এই মেট্রো কোচগুলি। সেখান থেকেই ভারতে আসবে।
কেন্দ্রীয় নগরায়ন মন্ত্রকের তরফে আগেই জানানো হয়েছিল, ‘প্রথম ৩টি ট্রেন সেট ইতালি থেকে আসলেও, বাকি সব ট্রেন তৈরি করা হবে ভারতেই। আর সেই কাজ করবে বাংলার সংস্থা টিটাগড় ওয়াগন’। পুণে মেট্রোর জন্যে প্রয়োজন মোট ১০২টি কোচ। তিনটি করে কোচ নিয়ে একটি করে ট্রেন সেট বানানো হবে। প্রতিটি কোচই হবে অত্যন্ত আধুনিক মানের।
টিটাগড় ওয়াগনের সিএমডি উমেশ চৌধুরী জানিয়েছেন, ‘উত্তরপাড়া কারখানায় আমরা বেশ কিছু বদল আনছি। প্রযুক্তিগত বদল নিয়ে আসা হচ্ছে। সেই কাজ শুরু হয়ে গিয়েছে। আগামিকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এই কোচ ফ্যাক্টরির অংশ উদ্বোধন করতে চলেছেন’।
Read: দেশের দৈনিক সংক্রমণ নামল ১৪ হাজারের ঘরে – ২৪ ঘন্টায় মৃত্যু কমে ৩৬, নিম্নমুখী অ্যাকটিভ কেসও
Tweet: দেশের দৈনিক সংক্রমণ নামল ১৪ হাজারের ঘরে – ২৪ ঘন্টায় মৃত্যু কমে ৩৬, নিম্নমুখী অ্যাকটিভ কেসও
Metro