বেফাঁস বা হাস্যকর মন্তব্য করে বিতর্ক সৃষ্টিই হোক বা বিরোধীদের উদ্দেশে কটূক্তি— সবেতেই গেরুয়া শিবিরের নেতা-নেত্রীদের জুড়ি মেলা ভার। এবার সেই তালিকায় যুক্ত হল উত্তরাখণ্ডের এক বিজেপি মন্ত্রীর নাম। পুত্র ও কন্যা সন্তানের জন্মের অনুপাত ঠিক করতে উত্তরাখণ্ডের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী রেখা আর্য পরামর্শ দিয়েছেন, শিবমন্দিরে গিয়ে ছবি তোলার!
প্রসঙ্গত, নীতি আয়োগের ২০২০-২১ এর রিপোর্ট বলছে, দেশে প্রতি ১০০০ পুত্রসন্তানের তুলনায় কন্যাসন্তানের জন্মের অনুপাত ৮৯৯। সেখানে উত্তরাখণ্ডে এই সংখ্যা ৮৪০। এই অনুপাত ঠিক করতে রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী রেখা আর্য নির্দেশ দিয়েছেন কাঁওয়ার যাত্রা শুরু করার। যাত্রার শেষে বিভাগীয় কর্মীদের নিকটবর্তী শিবমন্দিরে ‘জলাভিষেক’ করারও নির্দেশ দিয়েছেন তিনি। একই কাজ করতে বলা হয়েছে অঙ্গনওয়াড়ি কর্মীদেরও।
তবে শুধু পুজো দিলেই হবে না, মন্ত্রীর নির্দেশ শিবমন্দিরে ‘আমাকেও জন্মাতে দাও’ বলে প্রার্থনা করতে হবে ও সব শেষে মন্দিরের সামনে সব কর্মচারীকে নিজের ছবি তুলে তা কর্তৃপক্ষের কাছে পাঠাতে হবে বলেও জানান তিনি। স্বাভাবিকভাবেই মন্ত্রীর এ হেন বিবৃতি সামনে আসতেই তৈরি হয়েছে বিতর্ক। আক্রমণ করতে ছাড়েনি বিরোধী দল কংগ্রেসও।