বিষমদ খেয়ে ‘ড্রাই স্টেট’ গুজরাতের বিভিন্ন জায়গায় মৃত্যু হল কমপক্ষে ১০ জনের। ২০ জন হাসপাতালে ভরতি আছেন। তাঁদের মধ্যে প্রায় ১৫ জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। ইতিমধ্যে সেই ঘটনার তদন্ত শুরু করেছে। তদন্তে নেমেছে গুজরাতের সন্ত্রাস দমন শাখাও।
বিষাক্ত মদ খেয়ে মৃতদের মধ্যে অধিকাংশই শ্রমিক বা দিনমজুর। সোমবার রাতে বোতাড়ের পুলিশ সুপার করণরাজ বাঘেলা বলেছেন, ‘আমাদের কাছে যা খবর এসেছে, তাতে বোতাড় জেলার পাঁচজন এবং আমদাবাদ জেলায় ধনধুকা তালুকার কাছে দুটি গ্রামের পাঁচজনের মৃত্যু হয়েছে। বিভিন্ন হাসপাতালে প্রায় ২০ জনের চিকিৎসা চলছে। বেশিরভাগ অসুস্থ ব্যক্তি ভাবনগরের স্যার তখতসিংজি হাসপাতালে ভরতি আছেন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।’
বোতাড়ের পুলিশ সুপার জানিয়েছেন, বিষমদকাণ্ডে ইতিমধ্যে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে। তিনি বলেন, ‘প্রয়োজন পড়লে খুনের ধারা যোগ করবে পুলিশ। অভিযুক্দের গ্রেফতার করতে আমাদের সঙ্গে তদন্তে নেমেছে গুজরাটের সন্ত্রাস দমন শাখা (এটিএস) এবং আমদাবাদ ক্রাইম ব্র্যাঞ্চ।’
Read: দেশের সবচেয়ে আধুনিক মেট্রো কোচ তৈরি হবে উত্তরপাড়ায় – উদ্বোধন করবেন মমতা
Tweet: দেশের সবচেয়ে আধুনিক মেট্রো কোচ তৈরি হবে উত্তরপাড়ায় – উদ্বোধন করবেন মমতা
Dry States