দু’বছর করোনা মহামারী কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে সবকিছু। তবে আতঙ্ক কাটেনি। আবারও উর্ধমুখী কোভিড গ্রাফ। এই করোনা মহামারীর কারণে ২০২১ সালের আদমশুমারির যাবতীয় ফিল্ড ওয়ার্ক স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছে সরকার। অনির্দিষ্টকালের জন্য থমকে গেল সেনসাস। কোভিডের জন্যই এই সিদ্ধান্ত। কোভিড-১৯ মহামারীর কারণে ২০২১ সালের আদমশুমারির যাবতীয় ফিল্ড ওয়ার্ক স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছে সরকার। এর আগেও এ বিষয়ে একই কথা জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই।
তিনি জানিয়েছিলেন যে, কোভিড পরিস্থিতিতে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করলে তার থেকে সংক্রমণ ছড়াতে পারে। আর সেই কারণেই, অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে জনগণনার কাজ। একইসঙ্গে সরকার জাতীয় স্তরে এন আর সি - ন্যাশানাল রেজিস্টার অফ ইন্ডিয়ান সিটিজেন্স-এর ডেটাবেস তৈরির কাজও স্থগিত রেখেছে। এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি সরকার।