ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে বজরং দল। এবার তাদের গুণ্ডামির সাক্ষী রইল কর্ণাটকের ম্যাঙ্গালুরু। সোমবার রাতে বালমাতা এলাকার রিসাইকেল পাবে এক বেসরকারি কলেজের পড়ুয়ারা পার্টি করছিল। আচমকাই সেখানে হাজির হয় বজরং দলের সদস্যরা। পাব কর্তৃপক্ষকে সদস্যরা পার্টি থামিয়ে দেওয়ার জন্য বলে তারা। তাদের দাবি, পার্টিতে বেআইনি কাজকর্ম চলছিল।
পাশাপাশি তারা এমনও দাবি করে যে ওই পার্টিতে তরুণীরাও রয়েছে। তা নিয়েই মূল আপত্তি তাদের। আর তাই বজরং দল পার্টি বন্ধ করে পড়ুয়াদের চলে যেতে বলে। বজরং দলের সদস্যরা পড়ুয়াদের উদ্দেশে অশালীন মন্তব্য করে বলেও অভিযোগ। ম্যাঙ্গালুরুর পুলিশ কমিশনার শশী কুমার বলেছেন, “একটি সংগঠনর সদস্যরা দাবি করেছেন, পাবটিতে বেআইনি কাজকর্ম চলছিল। ঘটনাস্থলে গিয়েছিল পুলিশ। তখন পাবটি বন্ধ হয়ে গেছে।”