দীর্ঘ দিন সেরার ছন্দে নেই কোহলি। নিজে খেলা থেকে বিশ্রাম নিলেও নজর রেখেছেন ভারতীয়দের পারফরম্যান্সে। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে নীরজের রুপো জয়ে গর্বিত কোহলি। নীরজ চোপড়াকে অভিনন্দন জানালেন বিরাট কোহলি। নিজে দীর্ঘ দিন সেরা ছন্দে না থাকলেও নীরজের ছন্দে গর্বিত কোহলি। অভিনন্দন জানিয়েছেন সচিন তেন্ডুলকর-সহ অনেকেই। ওয়েস্ট ইন্ডিজ সফরে যাননি কোহলি। ইংল্যান্ড সফরের পর ক্রিকেট থেকে নিজেকে দূরে রেখেছেন কোহলি।
উল্লেখ্য, নিজেকে মাঠের বাইরে রাখলেও ভারতের খেলাধুলোর খবর রাখতে ভোলেননি তিনি। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতীয়দের পারফরম্যান্সের উপরও নজর রয়েছে তাঁর। জ্যাভলিন থ্রোয়ে নীরজ রুপো জেতায় নিজের উচ্ছ্বাস গোপন করেননি। নেটমাধ্যমে নীরজকে অভিনন্দন বার্তায় কোহলি লিখেছেন, ‘বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো জেতার জন্য অভিনন্দন নীরজ। আমরা তোমার জন্য গর্বিত।’ নীরজকে সাফল্যের জন্য অভিন্দন জানিয়েছেন সচিন-সহ ভারতের একাধিক ক্রিকেটার।
Read: আতঙ্কে দিন কাটাচ্ছে দেশবাসী – মোদী সরকারের বিরুদ্ধে তোপ বিরোধীদের উপরাষ্ট্রপতি প্রার্থী আলভার
Twitter: আতঙ্কে দিন কাটাচ্ছে দেশবাসী – মোদী সরকারের বিরুদ্ধে তোপ বিরোধীদের উপরাষ্ট্রপতি প্রার্থী আলভার
Virat Kohli