মোদী সরকারের প্রবর্তিত ‘অগ্নিপথ’ প্রকল্প নিয়ে এখনও অব্যাহত বিতর্ক। দেশজুড়ে চলছে বিক্ষোভ। অধিকাংশের মতে, প্রকল্পটি চালু করে দেশের নিরাপত্তাকেই বিপদে ফেলেছে মোদী সরকার। পাশাপাশি দেশের যুবদের ভবিষ্যৎকেও বিপাকে ফেলেছে এই প্রকল্প। এবার এপ্রসঙ্গে মোদী সরকারের বিরুদ্ধে ফের সরব হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। গোড়া থেকেই তিনি অগ্নিপথের বিরুদ্ধে প্রতিবাদমুখর। রবিবার রাহুল এক টুইটে জানান, প্রতিবছর ৬০ হাজার সেনা জওয়ান অবসর নেবেন। তার মধ্যে মাত্র তিন হাজার জওয়ান সেনায় চাকরি পাবেন। যার ফলে দেশের নিরাপত্তা সংকটে পড়বে। আর, এজন্য দায়ী থাকবে মোদী সরকারের অগ্নিপথ।
পাশাপাশি রাহুল বলেন, “চার বছর চাকরির পর চুক্তির মেয়াদ শেষ হবে। তখন কী করবেন এই হাজারে হাজারে অগ্নিবীররা? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গবেষণাগারের এই নতুন পরীক্ষার জন্য দেশের নিরাপত্তা এবং যুবশ্রেণির ভবিষ্যৎ, দুটোই বিপন্ন।” উল্লেখ্য, অগ্নিপথ প্রকল্প ঘোষণার পর দেশের বিভিন্ন প্রান্তে ক্রমাগত বিক্ষোভের সাক্ষী হয়েছিলেন দেশবাসী। সেনাবাহিনীতে চাকরির অপেক্ষায় থাকা হাজারে হাজারে যুবক পথে নেমেছিলেন। কারণ, এই প্রকল্পে চাকরিতে যোগদানের বয়সসীমা সাড়ে ১৭ বছর। চুক্তির মেয়াদ থাকবে ২১ বছর অবধি। চার বছরের চুক্তি শেষে সর্বোচ্চ ২৫ শতাংশ অগ্নিবীরকে ১৫ বছরের চুক্তিতে সেনাবাহিনীতে নিয়োগ করবে সরকার। এই লাগাতার বিক্ষোভের পর অবশেষে সামান্য পিছু হঠেছে প্রতিরক্ষা মন্ত্রক। প্রথম বছরের জন্য সাড়ে ১৭ থেকে বাড়িয়ে ২৩ বছর করা হয়েছে অগ্নিবীরদের নিয়োগের বয়সসীমা।
