মুর্শিদাবাদের বহরমপুর থানায় বিস্ফোরণে আহত ১ পুলিশকর্মীসহ ৩ জন। সোমবার বেলা ১২টা নাগাদ এই ঘটনায় থানায় চাঞ্চল্য ছড়ায়। তবে আহতদের কারও আঘাত গুরুতর নয় বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
থানা সূত্রে জানা গিয়েছে, এদিন বেলা ১২টা নাগাদ থানার মালখানায় কাজ করছিলেন ১ এএসআই, ১ সিভিক ভলান্টিয়ার ও ১ ভিলেজ পুলিশের কন্সটেবল। মালখানায় রাখা ছিল চুরি হওয়া মোবাইল টাওয়ারের ব্যাটারি। হঠাৎই একটি ব্যাটারি সশব্দে ফাটে। আহত হন ঘটনাস্থলে থাকা ৩ জনই। তাদের মধ্যে সিভিক ভলান্টিয়ার ও গ্রিন পুলিশের কন্সটেবলকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। এএসআই প্রাথমিক চিকিৎসা করিয়ে বাড়ি চলে গিয়েছেন।
এই ঘটনায় সাময়িক আতঙ্ক ছড়ায় থানায়। ঘটনার খবর পেয়ে থানায় যান এসডিওপি ও এসপি আহতদের সঙ্গে কথা বলে ঘটনার অভিঘাত বোঝার চেষ্টা করেন তাঁরা।
Read: খাদ্য-বস্ত্র-বাসস্থান সুনিশ্চিতকরণের দায় সরকারের – মোদী ও শাহকে হুঁশিয়ারি দিল খোদ আরএসএস
Tweet: খাদ্য-বস্ত্র-বাসস্থান সুনিশ্চিতকরণের দায় সরকারের – মোদী ও শাহকে হুঁশিয়ারি দিল খোদ আরএসএস
Battery Explosion