সোমবার সকালেই পার্থ চট্টোপাধ্যায়কে এয়ার অ্যাম্বুল্যান্সে নিয়ে যাওয়া হয় ভুবনেশ্বর। বিমানবন্দর থেকে সরাসরিই এইমসে নিয়ে যাওয়া হয়। অ্যাম্বুল্যান্স থেকে নামার পরই তাঁকে সাংবাদিকরা জিজ্ঞেস করেন, কেমন আছেন? মুখে কোনও কথা ছিল না তাঁর। শুধু বুকে হাত দিয়ে ইশারায় বোঝালেন, ভাল নেই, বুকে ব্যথা রয়েছে।
পার্থ চট্টোপাধ্যায়ের একাধিক শারীরিক অসুস্থতা আছে। হার্টের সমস্যা, হাঁটুর ব্যথা, থাইরয়েড – নানাবিধ অসুস্থতায় ভুগছেন তিনি। এই অবস্থায় টানা জেরার পর শনিবার তাঁকে গ্রেফতারের পর প্রথমে জোকার ইএসআই হাসপাতালে শারীরিক পরীক্ষা হয়। পরে আদালতে পেশ করার সময় তিনি অসুস্থ বোধ করেন। ২ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেওয়ার পর মন্ত্রীকে এসএসকেএমে পাঠাতে বলেন ব্যাঙ্কশাল আদালতের বিচারক। তাতে ইডি আপত্তি জানায়। রবিবার এই নিয়ে হাই কোর্টে সওয়াল-জবাবে পর পার্থ চট্টোপাধ্যায়কে ভুবনেশ্বরের এইমসে স্থানান্তরিত করার নির্দেশ দেন।
সেইমতো সোমবার সকালে তাঁকে এয়ার অ্য়াম্বুল্যান্সে সেখানে নিয়ে যাওয়া হয়। বিমানবন্দর থেকে তাঁকে এইমসে নিয়ে যাওয়া হয়। স্বভাবতই নিরাপত্তা বলয় আঁটসাঁট করা হয় পার্থ চট্টোপাধ্য়ায়ের ভর্তির সময়। এইমসে পার্থ চট্টোপাধ্যায়ের চিকিৎসায় চার সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। তাঁরা মন্ত্রীর সমস্ত শারীরিক পরীক্ষা করবেন। তারপর ভার্চুয়ালি সেসব রিপোর্ট পেশ করা হবে কলকাতায় ইডির বিশেষ আদালতে।