গত শুক্রবার রাতে অর্পিতা মুখোপাধ্যায়ের ডায়মন্ড সিটির ফ্ল্যাট থেকে ২১ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সেই সঙ্গে বাজেয়াপ্ত হয়েছে আনুমানিক ৭৯ লক্ষ টাকা মূল্যের অলঙ্কার এবং ৫৪ লক্ষ টাকা মূল্যের বিদেশি মুদ্রা। এখন সেই অর্থের উৎস সন্ধানে রয়েছে ইডি। কিন্তু প্রশ্ন উঠছে, পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা কি এতই বোকা? কারণ, স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) মাধ্যমে নিয়োগ দুর্নীতি মামলায় গত গত ১৮ মে সিবিআই দফতরে যান পার্থ। তাঁকে সেদিন প্রায় ৯ ঘণ্টা জেরা করা হয়। তাই অর্পিতার সঙ্গে পার্থর যদি নিবিড় আর্থিক সম্পর্ক থেকে থাকে, এবং সত্যিই যদি ডায়মন্ড সিটির ফ্ল্যাটে পাওয়া টাকার সঙ্গে এসএসসি দুর্নীতির যোগ থাকে, তা হলে ব্যাপারটা বিস্ময়েরই। কারণ, পার্থ সিবিআইয়ের জেরার মুখে পড়ার পরও অর্পিতা তাঁর ফ্ল্যাটে নগদ ২১ কোটি রেখে দিয়েছিলেন। শুধু তাই নয়। অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে টাকা বাজেয়াপ্ত করার পর ইডি যে ছবি প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে শিক্ষা দফতরের বড় খামের মধ্যেও টাকা ভরে রাখা রয়েছে। তার মানে হল, সিবিআই তদন্তের নির্দেশের পর অর্পিতার তাঁর বাড়িতে টাকা রাখলেন শুধু নয়, শিক্ষা দফতরের খামও সরালেন না!
অর্পিতা টালিগঞ্জ মেট্রো স্টেশনের অনতিদূরে ডায়মন্ড সিটি সাউথ আবাসনের একটি ফ্ল্যাটে থাকতেন। ডায়মন্ড সিটিতে সম্ভবত সবচেয়ে বড় ফোর-বেডরুম ফ্ল্যাটের আয়তন ২০১৩ স্কোয়ার ফিট। এটা সুপার বিল্ট আপ এরিয়া। অর্থাৎ কার্পেট এরিয়া বা বাসযোগ্য ফ্ল্যাটের আয়তন ১৪০০ থেকে ১৫০০ স্কোয়ার ফিট হবে।
শনিবার সন্ধেয় দেখা যায়, ডায়মন্ড সিটি থেকে ৪০ টি ট্রাঙ্কে করে টাকা নিয়ে যাওয়া হচ্ছে রিজার্ভ ব্যাঙ্কে। সেই ট্রাঙ্কের উপর কোনওটায় লেখা রয়েছে ২০০০ টাকা ডিনোমিনেশন, কোনওটায় লেখা রয়েছে ৫০০ টাকা, কোথাও ১০০ টাকা, কোথাও ২০ টাকা। অনেকেরই কৌতূহল হচ্ছে, অর্পিতা ওই ফ্ল্যাটে কোথায় কোথায় এই টাকা রেখেছিলেন, যা ভরতে চল্লিশটি ট্রাঙ্ক লাগল? তা হলে কি বাইরের আর কেউ ফ্ল্যাটে যেত না? এ বাজারে ২০ টাকার নোটে দুর্নীতির অর্থ লুকিয়ে রাখাটাও বেশ মজাদার ঠেকেছে অনেকের কাছে। এখানেই শেষ নয়। পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করার পর ইডি যে সিজার লিস্ট (আটক বিষয়বস্তুর তালিকা) সামনে এনেছে তাও তাৎপর্যপূর্ণ। ইডির দাবি, গ্রুপ ডি, উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত নথি ছাড়াও একাধিক চাকরিপ্রার্থীর নামে অ্যাডমিট কার্ড, ফলাফল জমা ছিল পার্থর বাড়িতে। এটাও কম বিস্ময়কর নয়।
Read:আচমকাই ভয়াবহ দুর্ঘটনা – দুর্গাপুরে রান্নার গ্যাসের একাধিক সিলিন্ডার ফেটে বিস্ফোরণ, জখম ৫
Tweet: আচমকাই ভয়াবহ দুর্ঘটনা – দুর্গাপুরে রান্নার গ্যাসের একাধিক সিলিন্ডার ফেটে বিস্ফোরণ, জখম ৫
CBI