দেশের চতুর্দশ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে তাঁর কর্মজীবনের বিদায়ী অনুষ্ঠানে ‘অপমান’ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেটমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে এমনই অভিযোগ করলেন বিরোধীরা। অভিযোগ, কোবিন্দ যখন সংসদের সেন্ট্রাল হলে মোদী-সহ উপস্থিত সাংসদদের নমস্কার জানাচ্ছেন, তখন প্রধানমন্ত্রীর মুখ ছিল ক্যামেরার দিকে। এই ভিডিও নিয়ে উত্তাল নেটমাধ্যম।
ভিডিওয় দেখা যাচ্ছে, রামনাথ কোবিন্দ সবার সঙ্গে সৌজন্য বিনিময় করছেন। কিন্তু প্রধানমন্ত্রী চেয়ে আছেন ক্যামেরার দিকে। এই ভিডিও পোস্ট করে টুইটারে টিআরএসের আইটি প্রধান ওয়াই সতীশ রেড্ডির কটাক্ষ, ‘যখন ছবি তোলা বিদায়ী রাষ্ট্রপতির থেকেও জরুরি।’ আপের সঞ্জয় সিংহও এই একই ভিডিও পোস্ট করে লেখেন, ‘কী অপমান! এঁরা এই রকমই। যখন আপনার সময় শেষ, তখন এঁরা আপনার দিকে ফিরেও তাকাবে না।’ একই দাবি করেন আপের মুখপাত্র-সহ অন্য নেতারাও।
২৪ জুলাই রাষ্ট্রপতি ভবনে শেষ দিন ছিল বিদায়ী রাষ্ট্রপতি কোবিন্দের। বিদায়বেলায় জাতির উদ্দেশে ভাষণে তিনি জানান, একবিংশ শতাব্দীকে জয় করতে সক্ষম ভারত। আর তাঁকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য তিনি সমস্ত ভারতীয়ের কাছে কৃতজ্ঞ।