রবিবার প্রকাশিত হল আইএসসি বোর্ডের ফলাফল। ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেশেন অর্থাৎ আইএসসি পরীক্ষায় মোট ১৮ জন পরীক্ষার্থী দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন। যার মধ্যে বাংলা থেকেই ৬ জন প্রথম হয়েছেন। প্রথম ১৮ জনের মধ্যে স্থান পেয়েছেন কলকাতার তিন পড়ুয়া। করোনার কাটিয়ে চলতি বছর পরীক্ষা ফিরেছে অফলাইন। ২০২২ সালে মোট ৯৬ হাজার ৯৪০ জন পড়ুয়া আইএসসি পরীক্ষায় বসেছিলেন। আইএসসি পরীক্ষায় দেশে প্রায় ৯৯.৩৮ শতাংশ পড়ুয়া উত্তীর্ন হয়েছেন। বাংলা থেকে ২৭ হাজার ৫৬৯ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। রাজ্যের ৯৯.১৫ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছেন।
উল্লেখ্য, ১৮ জন পড়ুয়া, ৯৯.৭৫ শতাংশ অর্থাৎ ৩৯৯ নম্বর পেয়ে মেধাতালিকায় প্রথম স্থান দখল করেছেন। বাংলা থেকে যে ৬ জন পরীক্ষার্থী প্রথম হয়েছেন, তাঁরা হলেন কলকাতার দ্য ফ্র্যাঙ্ক অ্যান্টনি পাবলিক স্কুল থেকে মহম্মদ আর্শ মুস্তাফা, সল্টলেক স্কুলের প্রতীতি মজুমদার, জিডি বিড়লা সেন্টার ফর এডুকেশনের ছাত্র অপূর্ব কাশিশ, পানিহাটির সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশনের পড়ুয়া পৃথ্বীজ মণ্ডল, আলিপুরদুয়ারের নিখিলকুমার প্রসাদ এবং উত্তর ২৪ পরগনার অভিষেক বিশ্বাস। ৩৯৮ নম্বর পেয়ে মেধাতালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন বাংলার ১৯ জন পড়ুয়া। বাংলার ১৬ জন পরীক্ষার্থী ৯৯.২৫ শতাংশ নম্বর পেয়ে মেধাতালিকায় তৃতীয় স্থান পেয়েছেন। বাংলায় ছাত্রীদের এবং ছাত্রদের পাশের হার যথাক্রমে ৯৯.৪১ শতাংশ এবং ৯৮.৯৩ শতাংশ। সারা গোটা দেশে পাশের হারের নিরিখে, ছাত্রদের তুলনায় এগিয়ে রয়েছেন ছাত্রীরা।
