অবশেষে ফের খুলতে চলেছে উত্তরপাড়ার হিন্দুস্থান মোটরস কারখানা। আগামী ২৭শে জুলাই উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এখানে রেল এবং মেট্রোর ওয়াগন তৈরি হবে। এই হিন্দুস্থান মোটরসে বিড়লা গ্রুপ বছর আটেক আগে অ্যাম্বাসাডর গাড়ি উৎপাদন বন্ধ করে দিয়েছিল।
বিগত ২০২০ পাশে শোনা গিয়েছিল, একটি ইতালীয় সংস্থা উত্তরপাড়ার হিন্দুস্থান মোটরস কারখানা থেকে মেট্রো রেলের কোচ তৈরির পরিকল্পনা করবে। কারখানা চত্বর পরিদর্শন করেও গিয়েছিল ওই সংস্থার ভারতীয় প্রতিনিধিদল। সরকারের সঙ্গে বৈঠকের পর ঠিক হয়েছিল প্রকল্পটি হলে হিন্দমোটর থেকে পুণে বড় ট্রেলারে করে সড়কপথে নিয়ে যাওয়া হবে মেট্রোর কোচ। এবার সেই কারখানার উদ্বোধন হতে চলেছে। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে শিল্পমহল।
Read: আমার বান্ধবীরাও এদিক সেদিক ছড়িয়ে আছে, ভয় লাগে – ইডি-কে তীব্র কটাক্ষ অভিনেতা চিরঞ্জিতের
Tweet: আমার বান্ধবীরাও এদিক সেদিক ছড়িয়ে আছে, ভয় লাগে – ইডি-কে তীব্র কটাক্ষ অভিনেতা চিরঞ্জিতের
Hindustan Motors