বহু প্রতীক্ষার পর অবশেষে দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে বর্ষা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। হঠাৎ বদলেছে আবহাওয়ার দিক। উত্তরবঙ্গে নয়, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানাচ্ছে, তিনটি জেলায় এদিন ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের হাওয়া বদল হবে মঙ্গলবার থেকে। অবশেষে দক্ষিণবঙ্গের সুদিন আসতে চলেছে। আজ আরও বাড়বে বৃষ্টিপাত। এই মরশুমে শেষ কবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হয়েছে তা মনে করতে পারছেন না অনেকেই। কিন্তু, গতকাল থেকেই সামান্য বদলেছে আবহাওয়ার মতি-গতি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সপ্তাহের প্রথম দিনেই কলকাতা সহ আরও তিন জেলায় অপেক্ষাকৃত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে মঙ্গলবার থেকে বদলাতে চলেছে আবহাওয়া। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কমতে চলেছে তাপমাত্রার পারদও।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতার আকাশ আজ মেঘলা থাকবে। গতকালের থেকে তুলনামূলক বৃষ্টি বাড়বে সোমবার। দফায় দফায় ভিজবে তিলোত্তমা। গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। বৃষ্টিপাতের জেরে তাপমাত্রা বেশ খানিকটা কমে গিয়েছে। গতকাল রাতে শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৯ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৩ শতাংশ। আপাতত কলকাতায় তাপমাত্রা বৃদ্ধির কোনও সম্ভাবনা নেই। বৃষ্টিপাত হলে আর্দ্রতাজনিত অস্বস্তিও কমবে। এই মরশুমে শুরু থেকেই সেভাবে বৃষ্টিপাত হয়নি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এখনও পর্যন্ত বৃষ্টিপাতের ঘাটতি প্রায় ৫০ শতাংশ। কিন্তু, আজ থেকে হাওয়া বদলের সম্ভাবনা। অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাত পাবে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর।
