ঘোর বিপাকে বিজেপি নেতৃত্ব। এবার তাদের সঙ্গে সংঘাতের পথে খোদ আরএসএস। মোদী সরকারের বিরুদ্ধে কার্যত যুদ্ধংদেহি সুর সঙ্ঘের গলায়। বেঁচে থাকার জন্যে খাদ্য, বস্ত্র, বাসস্থান; এই তিনটি জিনিস আবশ্যক। মানুষের জীবন ধারণের প্রধান তিন প্রয়োজনীয় ভিত্তিকে নিশ্চিত করতে হবে দেশের সরকারকেই। কার্যত নাম উল্লেখ না করেই, এবার মোদী সরকারকে সতর্কতামূলক হুঁশিয়ারি দিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ। যা ঘিরে জোর আলোচনা চলছে রাজনৈতিক মহলে। উল্লেখ্য, দেশজুড়ে মুদ্রাস্ফীতির কারণে আকাশছোঁয়া নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম। ক্রমবর্ধমান দ্রব্যমূল্য বৃদ্ধির জেরে নাজেহাল ভারতবাসী। মোদী সরকারের বিরুদ্ধে অসন্তোষ তীব্রতর হচ্ছে। সঙ্ঘ ধারণা যেকোন সময় দেশবাসীর জনরোষের পড়তে পারে মোদী সরকার। তাই তড়িঘড়ি আসরে নামল সঙ্ঘ। জানাল, জীবনধারণের জন্যে প্রয়োজনীয় তিনটি জিনিস খাদ্য, বস্ত্র ও বাসস্থান সুনিশ্চিত করার দায় দেশে সরকারের, সেই দায় থেকে সরতে পারে না মোদী সরকার। তাই সরকারকেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নিদান দিয়েছে তারা।
প্রসঙ্গত, দেশজোড়া নিত্য প্রয়োজনীয় জিনিসের আগুন দাম মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে ব বিরোধী দলগুলি। অন্যদিকে খোদ সঙ্ঘের সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবালের সতর্কবার্তাকে, গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহল। আরএসএস-এর ভারতীয় কিষাণ সঙ্ঘ, ইন্ডিয়ান কাউন্সিল অব এগ্রিকালচারাল রিসার্চ এবং ভারতীয় এগ্রো ইকোনমিক রিসার্চ সেন্টারের উদ্যোগে একটি আন্তর্জাতিক আলোচনা সভায় আরএসএসের সাধারণ সম্পাদক বলেন, নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে থাকুক, এটাই সাধারণ মানুষ চায়। কৃষকদের উপর যাতে ঋণের বোঝা না চাপে, তাও সুনিশ্চিত করতে হবে সরকারকে, এমনই দাবি আরএসএসের।
Read: বংশগত রোগ সিকেল সেল-এর শিকড় খুঁজতে এবার দুয়ারে রক্তপরীক্ষা – রাজ্যেজুড়ে কর্মসূচি স্বাস্থ্যদপ্তরের
Tweet: বংশগত রোগ সিকেল সেল-এর শিকড় খুঁজতে এবার দুয়ারে রক্তপরীক্ষা – রাজ্যেজুড়ে কর্মসূচি স্বাস্থ্যদপ্তরের
RSS