বাংলায় প্রথমবার ক্ষমতায় আসার পর থেকেই বেকারত্ব হ্রাসে উদ্যোগী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শিল্পায়ন এবং কর্মসংস্থানই যে পাখির চোখ, তাঁর সরকারের আগের দু’দফায় তা স্পষ্ট করে দিয়েছেন তিনি। এই করোনা অতিমারি পরিস্থিতিতেও বাংলায় থেমে নেই কর্মসংস্থান। ইতিমধ্যেই আশা কর্মী পদে, খাদ্য দফতরের তরফে ডাটা এন্ট্রি অপারেটর পদে এবং মনতার স্বপ্নের রূপশ্রী প্রকল্পে কর্মী নিয়োগকার্য চলেছে রাজ্যে। এর মধ্যেই ফের রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বড় খবর। এবার চাকরিপ্রার্থীদের জন্য এক বিরাট সুখবর নিয়ে এল স্বাস্থ্য দফতর। জানা গিয়েছে, এবার রাজ্য স্বাস্থ্য দফতরের নিয়ন্ত্রণাধীন জেলা স্বাস্থ্য দফতরে চুক্তি ভিত্তিক স্বাস্থ্য কর্মী নিয়োগ করা হবে।
ইতিমধ্যেই এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে সমগ্ৰ বিষয়টি স্পষ্টভাবে জানানো হয়েছে প্রার্থীদের উদ্দেশ্যে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমেই যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে এক্ষেত্রে। পাশাপাশি, বেতনও হবে আকর্ষণীয়। জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে যে, আপাতত ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন হবে। শূন্যপদ রয়েছে মোট ৫টি। যোগ্য প্রার্থীরা চাকরি পাওয়ার পর প্রতি মাসে ১৭,০০০ টাকা বেতনবাবদ পাবেন। সংশ্লিষ্ট শূন্যপদগুলিতে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে। যদিও, সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড়ের সুবিধা দেওয়া হবে।
এছাড়াও পদগুলিতে আবেদনের ক্ষেত্রে ইচ্ছুক প্রার্থীকে অবশ্যই বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে। এছাড়াও, ল্যাবরেটরি টেকনিশিয়ানের কাজে অভিজ্ঞতা সহ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিগ্রি অথবা ডিপ্লোমা অথবা বি.এসসি থাকতে হবে। পাশাপাশি, সংশ্লিষ্ট প্রার্থীকে কম্পিউটারের কাজে অভিজ্ঞ এবং দক্ষ হতে হবে। আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে ডাক মারফত অথবা ই-মেলে অথবা সরাসরি সংশ্লিষ্ট জেলার আধিকারিকের কাছে আবেদন পত্র পাঠাতে হবে। এছাড়াও, আবেদন পত্রের খামের ওপর কোন পদের জন্য আবেদন করা হচ্ছে সেটি স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর বয়সের প্রমাণপত্র, জাতিগত শংসাপত্র (যদি থাকে), শিক্ষাগত যোগ্যতা, ভোটার কার্ড, আধার কার্ড এবং প্রয়োজনীয় শংসাপত্রের জেরক্স পাঠাতে হবে।