পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ২১ কোটি টাকা উদ্ধারের ঘটনায় ইডি-র ভূমিকাকে প্রবল কটাক্ষ করলেন অভিনেতা তথা তৃণমূল বিধায়ক চিরঞ্জিৎ। তিনি বললেন, ‘আমার বান্ধবীরাও এদিক সেদিক ছড়িয়ে আছে। ভয় লাগে’।
মেদিনীপুরের মেচেদায় একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বারাসাতের বিধায়ক চিরঞ্জিৎ। সেখানেই পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় সম্পর্কে প্রশ্ন করা হয় তাঁকে। তিনি বলেন, আমি খুব ভয়ে আছি। আমার কিছু বান্ধবী আছে এদিক সেদিক ছড়িয়ে। এখানেও হয়তো আছে। কবে তাদের বাড়িতে হানা দেওয়া হয়, টাকা নিয়ে নেওয়া হয় সেই নিয়ে ভয়ে আছি।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি এবং তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের সমগ্র ঘটনাপ্রবাহের পিছনে বিজেপির চক্রান্তও থাকতে পারে বলে মনে করছেন চিরঞ্জিৎ চক্রবর্তী। এরপরই তিনি বলেন, ‘অনেক টাকা উদ্ধার হতেই পারে। কিন্তু অভিযোগ প্রমাণিত না হলে কিছু বলার নেই’।
পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উঠেছে এবং কেন্দ্রীয় সংস্থার তাঁকে গ্রেফতারির ঘটনা আদতে বিজেপির চক্রান্ত বলে দাবি জানিয়েছেন চিরঞ্জিৎ। গোটা বিষয়টি ভোট-রাজনীতি দাবি জানিয়ে অভিনেতা-বিধায়ক বলেন, ‘সামনে ভোট আসছে। সামনেই ২০২৪-এ ভোট রয়েছে। এরপর আবার ২০২৬-এ ভোট। ২০২১-এর ভোটে কিছু করতে পারেনি। তাই ভোটে জেতার জন্য রাজনৈতিক চক্রান্ত করে এসব করছে’। তবে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত এই বিষয়ে কিছু বলা উচিত নয় বলেও জানিয়েছেন তিনি।
Read: আইপিএলের জন্যই জনপ্রিয়তা হারাচ্ছে এক দিনের ক্রিকেট – দাবি আথারটনের
Tweet: আইপিএলের জন্যই জনপ্রিয়তা হারাচ্ছে এক দিনের ক্রিকেট – দাবি আথারটনের
Ed Raid