মার্গারেট আলভা এ বারে উপরাষ্ট্রপতি ভোটে সম্মিলিত বিরোধী জোটের প্রার্থী। তাঁর বিরুদ্ধে বিজেপি সমর্থিত এনডিএ জোটের প্রার্থী জগদীপ ধনকর। প্রার্থী হলেও জয়ের জন্য প্রয়োজনীয় ভোট আলভার পক্ষে নেই। তাঁর আশা, সংখ্যা এখন না থাকলেও ভবিষ্যতে তার বদল হতেই পারে। তাঁর কথায়, ‘আমাদের হাতে সংখ্যা নেই বলে আমরা চুপ করে বসে থাকতে পারি না। বলতে পারি না, আমরা ভোটেলড়ব না।’
একাধিক বারের সাংসদ আলভা গত কয়েক বছরে জনজীবনে যে বিপুল পরিবর্তন হয়েছে, সে সম্পর্কেও নিজের মতামত ব্যক্ত করেছেন সাক্ষাৎকারে। তাঁর কথায়, ‘চারপাশে তাকালে একটা আতঙ্কের ছবি দেখতে পাই। আপনার ইচ্ছে মতো আপনি খেতে পারবেন না, আপনার ইচ্ছে মতো আপনি পোশাক পরতে পারবেন না, আপনার কথা বলার স্বাধীনতা নেই, এমনকি আপনি আপনার পছন্দ মতো লোকের সঙ্গে কথাবার্তাও বলতে পারবেন না। এটা কোন সময়?’
তাঁকে প্রশ্ন করা হয়, ‘বিরোধীদের পক্ষে যথেষ্ট ভোট নেই। এটা স্পষ্ট। অনেকেই প্রশ্ন করছেন, একটা হারা ভোটে লড়াই কোন যুক্তিতে? জবাবে আলভা বলেন, ‘যেহেতু সংখ্যা আমাদের পাশে নেই,আমরা লড়ব না? আমি মনে করি, একটা গণতান্ত্রিক পদ্ধতিতে হার হোক বা জিত, আপনাকে চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে এবং নতুন সাংসদ যাঁরা এসেছেন, তাঁদের বোঝাতে হবে। সরকারের থেকে আমাদের দৃষ্টিভঙ্গি আলাদা। এবং লড়াইটা তাদের জন্য যারা একই অবস্থানে দাঁড়িয়ে এবং লড়াইয়ের চ্যালেঞ্জটা গ্রহণ করতে প্রস্তুত’।