বিদায়বেলায় সমালোচনার মুখে পড়তে হল দেশের সদ্য প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে। এবার রাষ্ট্রপতি হিসেবে তাঁর জাতির উদ্দেশ্যে শেষ ভাষণের কড়া সমালোচনা করলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। গত পাঁচ বছরে কোবিন্দ বিজেপির এজেন্ডা পূরণ করেছেন বলে অভিযোগ করেছেন তিনি। একই সঙ্গে কোবিন্দের মেয়াদকালে ভারতীয় সংবিধান পদদলিত করা হয়েছিল বলেও অভিযোগ করেন পিডিপি সুপ্রিমো।
রবিবার রাষ্ট্রপতি হিসেবে শেষবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন কোবিন্দ। গত পাঁচ বছরে কেন্দ্রের শাসক দলের দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে কোবিন্দ সচেষ্ট হয়েছিলেন বলে দাবি করলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। কোবিন্দের সময়ই ভারতীয় সংবিধান লঙ্ঘনের সবচেয়ে বেশি অভিযোগ উঠেছে বলে দাবি করেন পিডিপি নেত্রী। এক্ষেত্রে তিনি উপত্যকায় ৩৭০ ধারা তুলে নেওয়ার প্রসঙ্গ তুলে ধরেন।
এর ফলে ভূস্বর্গের মানুষ তাঁদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হয়েছেন বলে মনে করেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এছাড়া নাগরিকত্ব (সংশোধনী) আইন প্রণয়নে প্রাক্তন রাষ্ট্রপতির ভূমিকারও তীব্র নিন্দা করেন মুফতি। কোবিন্দের মেয়াদকালেই দেশে সংখ্যালঘু থেকে শুরু করে দলিতরা সবচেয়ে বেশি লাঞ্ছনার শিকার হয়েছেন বলে উল্লেখ করেছেন পিডিপি সুপ্রিমো।