তুঙ্গে জল্পনা। পাশাপাশি দেখা দিয়েছে আশঙ্কাও। এবার ব্যাপক ছাঁটাইয়ের মুখোমুখি হতে চলেছে দেশের আইটি সেক্টর? উঠেছে প্রশ্ন। দেশের শীর্ষস্থানীয় আইটি কোম্পানিগুলো, যেমন টিসিএস থেকে ইনফোসিসের অনুমান এমনই। যদিও স্পষ্টভাষায় কোনও কোম্পানিই এখনও পর্যন্ত বিষয়টি নিয়ে মুখ খোলেনি। তবে আইটি জগতে কিছুটা জল্পনা ছড়িয়েছে। কারণ, সারা বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি চলছে। বিশ্বের একাধিক বড় অর্থনীতি যেমন ইউনাইটেড কিংডম থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এই মুহূর্তে বড় রকমভাবে আর্থিক মন্দার কবলে। ফলত দেশের নাগরিকদের চাকরি হারানো, রোজগার কমে যাওয়া, বেকারত্বের পরিমাণ বৃদ্ধি পাওয়া প্রভৃতি মাথাচাড়া দিচ্ছে। কোভিড অতিমারীর পর থেকে দুই দেশেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। সেই পরিস্থিতি এখনও অব্যাহত। মার্কিন প্রতিবেশি কানাডাতেও একই অবস্থা। এই আর্থিক মন্দা, যার পোষাকি নাম আবার রিসেশন, তাকেই ভয় পাচ্ছে দেশের শীর্ষস্থানীয় আইটি কোম্পানিগুলো।
উল্লেখ্য, কান পাতলেই শোনা যাচ্ছে যে শীঘ্রই দেশের আইটি সেক্টরে প্রবেশ করতে চলেছে রিসেশন। যার জেরে আইটি জগতে ব্যাপক ছাঁটাই শুরু হবে। একবার এই ছাঁটাই শুরু হলে, আইটি কর্মচারীদের করুণ দশা হবে। কোভিড অতিমারীর সময় গোটা দেশজুড়ে, ব্যাপক আর্থিক মন্দার মুখোমুখি হয়েছে গোটা দেশ৷ চাকরি গিয়েছে অনেকের৷ অর্ধেক বেতনে চাকরি করতে হয়েছে অনেককে। একমাত্র ব্যতিক্রম ছিল দেশের আইটি জগৎ। ব্যাপক নিয়োগ, বেতন বৃদ্ধি অথবা লাভের মুখ দেখছিল কর্মচারী থেকে কোম্পানিগুলো। কিন্তু সেইদিকে, এবার খানিক বদল আসতে চলেছে কি? উঠেছে জোর জল্পনা। আইটি সেক্টর ভেঙে যাওয়া মানে, এক বিরাট অংশের নাগরিকের কর্মহীন হয়ে পড়া। এখন দেখার, পরিস্থিতি কোনদিকে এগোয়।
