একটুআধটু বৃষ্টির ছোঁয়া পেলেও এখনও সেভাবে বর্ষার দাপট সেভাবে দেখেনি দক্ষিণবঙ্গ। এবার কি সেই খরা কাটতে চলেছে? আগামী কয়েকদিনে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতেও মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গেও, এমনটাই জানান হয়েছে। আজ কলকাতায় মূলত মেঘলা আকাশ থাকবে। শহর ও পার্শ্ববর্তী এলাকায় কয়েক পশলা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার পর্যন্ত বৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে। বৃষ্টির পরিমাণ বাড়বে অন্যান্য জেলাগুলিতেও। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে। মূলত মাঝারি বৃষ্টি হলেও বিক্ষিপ্তভাবে দু এক পশলা ভারী বৃষ্টি হতেও পারে।
পাশাপাশি, কলকাতা, হাওড়া, হুগলী, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানান হয়েছে। মূলত মেঘলা আকাশ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে এমনটাও জানান হয়। এদিকে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বরং হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে উপত্যকায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এলাকা বিশেষে। বুধবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে জেলাগুলিতে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি, এই জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি চলবে।
