অবন্তীপোরার এইমস এর দায়িত্ব নিতে রাজি নন এক্সিকিউটিভ ডিরেক্টর (ইডি)। ফলে খালি রয়েছে কাশ্মীরে এইমস-এর গুরুত্বপূর্ণ আধিকারিকের পদ। অবশ্য শুধু ভূস্বর্গেই নয়, দেশের আরও চারটি এইমস-এ এখনও ফাঁকা এই পদ। শুক্রবার তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের সৌজন্যে সামনে এল অতি গুরুত্বপূর্ণ এই তথ্য।
একদিকে কেন্দ্রের দাবি, ৩৭০ ধারা বিলোপ করার পর থেকে শান্তির আবহ ভূস্বর্গে। অন্যদিকে একের পর এক রাজনৈতিক হত্যা। পুলিশ ও সাধারণ নাগরিকের উপর আক্রমণ। এই ধরনের নানা খবরে হামেশাই শিরোনামে থাকছে কাশ্মীর। দেশের অন্যতম নতুন কেন্দ্রশাসিত অঞ্চলের আইনশৃঙ্খলার পরিস্থিতি ঠিক কোন জায়গায় রয়েছে, তা আরও একবার পরিস্কার হয়ে যায় অবন্তীপোরার ইডি-র দায়িত্ব পেয়েও দায়িত্ব গ্রহণে অনীহার খবরে। অবন্তীপোরার ইডি দায়িত্ব গ্রহণ করতে না চাইলেও ভুবনেশ্বর, ভোপাল ও দ্বারভাঙ্গার ইডি দ্রুত দায়িত্ব নিতে চান, এই কথা জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক।
হরিয়ানার মানেথির এইমস এখনও প্রাথমিক পর্যায়ে তাই সেখানে এখনও অন্যতম শীর্ষ এই পদে কাউকে নিযুক্ত করা হয়নি। পাটনা, ঋষিকেশ ও গুয়াহাটির ইডিরা ইতিমধ্যেই দায়িত্ব গ্রহণ করেছেন। দিল্লি ছাড়া দেশজুড়ে ২২টি নতুন এইমস তৈরি করা হয়েছে। এই আটটি ছাড়া বাকি ১৪টি এইমস-এ রয়েছেন ডিরেক্টর পদমর্যাদার আধিকারিক। এদিন অভিষেকের প্রশ্নের জবাবে কেন্দ্র কার্যত মেনে নিয়েছে, এইমসগুলিতে প্রয়োজনের তুলনায় কর্মী সংখ্যা কম।