কর্ণাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের পর এবার ছত্তীসগড়ের কংগ্রেস সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রক্রিয়া শুরু করল বিজেপি। বিজেপি বৃহস্পতিবার ছত্তীসগড় বিধানসভায় ভূপেশ বাঘেলের নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করেছে।
রাজ্য বিধানসভার বাদল অধিবেশনের দ্বিতীয় দিনে, বিরোধী দল মন্ত্রী পরিষদের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করে প্রস্তাব পেশ করে। বিধানসভার অধ্যক্ষ চরণ দাস মহন্ত প্রস্তাবের নোটিশটি পড়ে শোনান এবং ২৭ জুলাই এর উপর আলোচনার সময় নির্ধারণ করেছেন। ৯০ সদস্যের বিধানসভায়, কংগ্রেসের ৭১ জন, বিজেপি ১৪, জেসিসি (জে) তিনজন এবং বহুজন সমাজ পার্টির দুইজন বিধায়ক রয়েছে।
বিরোধী দলের নেতা ধরম লাল কৌশিক বলেন যে বিজেপি কংগ্রেস সরকারের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা এবং কৃষকদের কল্যাণ সহ সমস্ত ফ্রন্টে ব্যর্থতার অভিযোগ এনে অনাস্থা প্রস্তাবের নোটিশ দিয়েছে। রাজ্যে একটি সাংবিধানিক সংকট ছিল কারণ একজন মন্ত্রী (টি এস সিং দেও যিনি তার একটি মন্ত্রিত্বও ছেড়েছিলেন) তার নিজের সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করেছেন, তিনি বলেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে রাজনীতির ধারাপাতের পর্যায় অনুযায়ী ইতিউতি বিজেপির একাধিক নেতাকেই বলতে শোনা যেত এরপর ছত্তীসগড়ের কংগ্রেস সরকারের পতন ঘটানর বিষয়ে। এই মুহূর্তে কংগ্রেসের হাতে থাকা দুটি রাজ্য সরকারের মধ্যে অন্যতম এটি।