তথ্য যাচাইয়ের নাম করে সমাজে অস্থিরতা ছড়ানোর চেষ্টা করা হলে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে। এমন মন্তব্য করে জুবের-বিতর্ক বাড়ালেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর। ঘটনাচক্রে, অল্ট নিউজের সহ-প্রতিষ্ঠাতা মহম্মদ জুবেরের জামিন পাওয়ার পরদিনই বৃহস্পতিবার সংসদে এই মন্তব্য করেছেন অনুরাগ। ফলে তাঁর এই মন্তব্য যে জুবের-কাণ্ডকে খোঁচা দিয়ে, তা-ই মনে করা হচ্ছে।
সংসদে অনুরাগের মন্তব্য ছিল, ‘কে তথ্য যাচাইকারী এবং কে তথ্য যাচাইয়ের নামে পর্দার আড়ালে থেকে সমাজে অস্থিরতা তৈরির চেষ্টা করছেন, তা জানাটা জরুরি। যদি কারও বিরুদ্ধে এমন অভিযোগ ওঠে তবে আইনানুগ পদক্ষেপ করা হবে।’
বিতর্কিত টুইট-কাণ্ডে দায়ের করা মামলাগুলিতে বুধবারই সুপ্রিম কোর্টে অন্তর্বর্তিকালীন জামিন পেয়েছেন সংবাদের তথ্য যাচাইকারী জুবের। পাশাপাশি, তাঁকে তিহাড় জেল থেকেও মুক্তি নির্দেশ দেয় শীর্ষ আদালত। বুধবার রাতেই ছাড়া পান তিনি। এর পরের দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রী অনুরাগের এই মন্তব্য জুবের-বিতর্ক আরও উস্কে দিয়েছে।