বিজেপির বিরুদ্ধে মুখ খুললেই বিরোধীদের চুপ করাতে কেন্দ্রীয় এজেন্সি-পুলিশ লেলিয়ে দেয় বিজেপি। বারবারই এই অভিযোগ করে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ দেশের বিরোধী নেতা-নেত্রীরা।সেই অভিযোগ যে আদৌ অমূলক নয়, ফের মিলেছে তার প্রমাণ। বৃহস্পতিবার তিন ঘণ্টার জন্য জিজ্ঞাসাবাদের পর আগামী সোমবার ফের সোনিয়া গান্ধীকে হাজিরা দিতে বলেছে ইডি। স্বাভাবিকভাবেই কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতিকে একাধিকবার তলব করা নিয়ে ফুঁসে উঠেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়ে তাঁর দাবি, ক্যামেরা লাগানো হোক ইডি দফতরে। এই জিজ্ঞাসাবাদ পর্ব লাইভ টেলিকাস্ট করা হোক।
বিজেপি সরকার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অপব্যবহার করছে। এই নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। তিনি বলেন, ‘যদি বিজেপির সাহস থাকে তাহলে ইডি দফতরে ক্যামেরা লাগানো হোক। সোনিয়া গান্ধীর জিজ্ঞাসাবাদ পর্বের লাইভ টেলিকাস্ট করা হোক। সেই টেলিকাস্টের লিংক সমস্ত সংবাদমাধ্যমে শেয়ার করা হোক। অথবা সংবাদমাধ্যমের ক্যামেরা ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হোক। গোটা দেশ জানতে চায়, সোনিয়া গান্ধীকে কী প্রশ্ন করা হচ্ছে?’ উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুর ১২ টা নাগাদ মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে ইডিএর দিল্লী অফিসে গিয়েছিলেন সোনিয়া। দুপুর ৩টে নাগাদ ইডি দফরত থেকে বের হন তিনি। সদ্যই কোভিড থেকে সুস্থ হয়ে উঠেছেন কংগ্রেসের কেয়ারটেকার সভানেত্রী। ফলে ফের একবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানোয় ক্ষুব্ধ কংগ্রেস।