প্রতি বছরই একুশে জুলাই শাসকদল তৃণমূল জনসভা করে শহিদ দিবস পালন করে। এ বছর ওই দিনই উলুবেড়িয়ায় ওই সভা ডেকেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য সেই সভার অনুমতি না দেওয়ায় বিজেপি এ ব্যাপারে মামলা করে কলকাতা হাই কোর্টে। যার শুনানি ছিল মঙ্গলবার বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের এজলাসে। এদিন শুনানিতে বিজেপির উদ্দেশে আদালতের প্রশ্ন, একুশে জুলাই কেন সভা করতে হবে? উলুবেড়িয়ার সভার তারিখ প্রসঙ্গে হাই কোর্ট জানতে চেয়েছে, ওই দিনের কোনও বিশেষ গুরুত্ব আছে কি? এটা তো রবীন্দ্রজয়ন্তী নয় যে, ওই দিনই করতে হবে! হাই কোর্টের এই প্রশ্নের কোনও স্পষ্ট জবাব দিতে পারেননি বিজেপির আইনজীবী। তিনি জানিয়েছেন, কেন ওই দিনই সভা করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি, তা তাঁকে জেনে বলতে হবে। আদালত তাঁকে দুপুর ৩টে ২০ মিনিটে কারণ জানানোর নির্দেশ দিয়েছে।
জানা গিয়েছে, বিচারপতি বিজেপির আইনজীবীর কাছে জানতে চান, ওই দিনেই সভা করার কি বিশেষ কোনও কারণ রয়েছে? জবাবে বিজেপির আইনজীবী তাঁকে জানিয়েছিলেন অনেক আগেই সভার কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। শুনে বিচারপতি পাল্টা প্রশ্ন করেন, ‘কত দিন আগে কর্মসূচি ঘোষণা করা হয়েছিল তার প্রমাণ দিন। আমাকে বলুন কবে এই ঘোষণা হয়েছিল?’ একুশে জুলাই শুভেন্দুর ওই সভা প্রসঙ্গে এর পর বিচারপতির পর্যবেক্ষণ, ‘যদি রবীন্দ্রনাথ জন্মদিন পালন করেন, আমি বলতে পারি না যে, তা করবেন না। কিন্তু এ ক্ষেত্রে তা নয়।’ বিচারপতির প্রশ্নের জবাবে বিজেপির আইনজীবী বলেন, প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক কাজের প্রচার করা হবে ওই সভায়। এর প্রতিক্রিয়ায় বিচারপতি বলেন, ‘ওই দিনেই সভা করার কী গুরুত্ব? ২২ বা ২৩ জুলাই করলে অসুবিধা কী হবে? প্রধানমন্ত্রীর উন্নয়ন নিয়ে যে দিন ইচ্ছা প্রচার করা যেতে পারে। ওই দিন কেন?’
Read: হিজাব খুলে ফেলুন – নিট পরীক্ষা দিতে আসা মুসলিম ছাত্রীদের নির্দেশ কলেজের, মোদীর রাজ্যে তুলকালাম
Tweet: হিজাব খুলে ফেলুন – নিট পরীক্ষা দিতে আসা মুসলিম ছাত্রীদের নির্দেশ কলেজের, মোদীর রাজ্যে তুলকালাম
High Court