মোদী সরকারের নয়া তিন কৃষি আইনের বিরোধিতায় দিল্লী সীমান্তে জোরদার আন্দোলন চালিয়েছিল কৃষক সংগঠনগুলি। মাঝে মধ্যেই ঘটেছে হিংসার ঘটনা। প্রাণ গিয়েছে শতাধিক কৃষকের। কিন্তু তাতেও দমে না গিয়ে কেন্দ্রীয় আইন বাতিলের দাবিতে অনড় থেকেছিলেন বিক্ষোভকারীরা। শেষ পর্যন্ত কৃষকদের আন্দোলনের সামনে নতিস্বীকার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা করেন। যা ভারতীয় কৃষক আন্দোলনের ইতিহাসে বিরাট সাফল্য বলেই বিবেচিত হয়। তবে এবার ফের দিল্লীর আকাশে ঘনাচ্ছে কৃষক বিদ্রোহের মেঘ।
কেন্দ্র গঠিত কমিটির বিরোধিতায় অন্নদাতারা। সংযুক্ত কৃষক মোর্চার তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, কমিটিতে রয়েছে তিন কৃষি আইনের এক সমর্থক। কমিটি থেকে ওই সদস্যকে অবিলম্বে বরখাস্ত করতে হবে। ওই সদস্যকে রেখে কমিটি কোনও প্রস্তাব সরকার কার্যকর করলে তা মেনে নেওয়া হবে না। কৃষক নেতা অভিমন্যু কোহার বলেন, ‘মঙ্গলবার সংযুক্ত কিষাণ মোর্চা বৈঠকে বসে। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কেন্দ্র গঠিত কমিটির কোনও সুপারিশ আমরা মেনে নেব না। কারণ, কমিটিতে রয়েছেন এমন একজন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যিনি ৩ কৃষি আইনকে সমর্থন করেছিলেন।’