দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি বেছে নিতে বিরোধীরা প্রার্থী হিসেবে ঠিক করেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, ৫ বারের প্রাক্তন সাংসদ মার্গারেট আলভাকে। এদিন দুপুর ১২টা নাগাদ মনোনয়ন পেশ করেন তিনি সঙ্গে ছিলেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, শরদ পওয়ার, সীতারাম ইয়েচুরি, ডি রাজারা।
উপরাষ্ট্রপতি নির্বাচনে ধনকরের প্রতিপক্ষ মার্গারেট আলভা। তাঁর মনোনয়নেও বিরোধী শিবিরের নেতাদের সমাগম দেখা গেল। এদিন সকাল ১১টা নাগাদ আলভা পৌঁছে গিয়েছিলেন সংসদ ভবনে। বসেছিলেন কংগ্রেসের ঘরে। তাঁর সঙ্গে দেখা করে শুভেচ্ছা জানান রাহুল গান্ধী, খাড়গেরা। তারপর ১২টায় তাঁকে সঙ্গে নিয়েই মনোনয়ন জমা দিতে যান তাঁরা।
দীর্ঘদিনের কংগ্রেস নেত্রী মার্গারেট আলভা আইন নিয়ে পড়াশোনা করেন। রাজনীতিতে যোগ দেওয়ার পর চারবার রাজ্যসভার সাংসদ ও একবার লোকসভার সাংসদ হন। ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। এছাড়া উত্তরাখণ্ড, গোয়া, রাজস্থান, গুজরাটের রাজ্যপাল হিসেবে সংসদীয় দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর। উল্লেখ্য, আগামী ৬ আগস্ট উপরাষ্ট্রপতি নির্বাচন। ফলপ্রকাশ ১০ তারিখ।